নিষিদ্ধ মরিনহো-রোনালদো


প্রস্তুতি : খেলা (প্রতিমুহূর্ত.কম)

সময়টা রিয়াল মাদ্রিদের জন্য ভালো যাচ্ছে না মোটেও। ফেভারিট থাকার পরও একের পর এক শিরোপা হাত ছাড়া হয়ে যাচ্ছে। এরই মাঝে আবারও দুসংবাদ। দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন ক্লাবটির কোচ হোসে মরিনহো ও  পর্তুগিজ ইউঙ্গার ক্রিশ্চিয়ানো রোনালদো। কোপা দেল রের ফাইনালে বিধিবহির্ভূত আচরণের কারণে এই শাস্তি পাচ্ছেন দু’জন।
 
কোপা দেল রের ফাইনালে অ্যাতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হয়েছিলস্প্যানিশ জায়ান্টরা। সে ম্যাচে বল দখল করতে গিয়ে প্রতিপক্ষের অধিনায়ক গ্যাবির মুখের কাছে পা নিয়ে যান রোনালদো। যেটাকে লাথি বিবেচনা করে তাকে লাল কার্ড দেখান রেফারি।
 
একইভাবে লাল কার্ড পেয়েছিলেন রিয়াল কোচ হোসে মরিনহো। দ্বিতীয়ার্ধের ৭৫ মিনিটে একটি সিদ্ধান্ত নিয়ে রেফারির সঙ্গে তর্কে জড়ানোর দায়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি। অবশ্য মাঠের তাৎক্ষণিক এ শাস্তিগুলোকে যথাযথ মনে করেনি স্প্যানিশ ফুটবল ফেডারেশন। তাই দু’জনকেই দুই ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে তারা।
 
তবে এ নিষেধাজ্ঞা নিয়ে মাথা ঘামানোর কিছু নেই দু’জনের। কারণ আগামী মৌসুমের কোপা দেল রেতেই প্রযোজ্য হবে এই নিষেধাজ্ঞা।
 
উল্লেখ্য, কোপা দেল রের ফাইনালে আতলেতিকো মাদ্রিদের কাছে ২-১ গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)