১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস

প্রস্তুতি : শিক্ষা (প্রতিমুহূর্ত.কম)

“মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তবুদ্ধি চর্চায় ঢাকা বিশ্ববিদ্যালয়” এই স্লোগানকে সামনে রেখে প্রতিবারের মত এবারও আগামী ১ জুলাই সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস জাঁকজমকভাবে পালনের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 
গতকাল ২২মে বুধবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: কামাল উদ্দীনকে আহ্বায়ক করে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটি’ গঠন করা হয়। এই আহ্বায়ক কমিটি ‘ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস’-এর বিস্তারিত কর্মসূচি প্রণয়ন করবে।
সভায় দিবসটি উদযাপন উপলক্ষে কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, সকল অনুষদের ডীন, সকল হলের প্রভোস্টবৃন্দ, প্রক্টর, নাট্যকলা ও সঙ্গীত, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এবং ফলিত পদার্থবিজ্ঞান, ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান, সকল অফিস প্রধান, সকল সহকারী প্রক্টর এবং সকল সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক।

উল্লেখ্য, ১৯২১ সালের ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চালু হয়েছিল।

প্রতিবেদন: শাহারিয়ার রহমান
সম্পাদনা : আতিক আহম্মেদ অর্পণ
এসআর-২৩/৫-১

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)