হরতালে শুরুতে ঢাকায় সহিংসতার ঘটনা

হরতালে শুরুতে ঢাকায় সহিংসতার ঘটনা


প্রস্তুতি: রাজধানী (প্রতিমুহূর্ত.কম)--
বিএনপি ও ১৮ দলীয় জোটের দুই দিনের হরতাল শুরু হয় ৮ মে বুধবার। হেফাজতের উপর পুলিশ ও আওয়ামীলীগ কর্মীদের নির্যাতন ও হামলার প্রতিবাদে এই হরতাল চলবে ৯ মে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত। বিচ্ছিন্ন কিছু সহিংসতার মধ্য দিয়ে শুরু হয় এই হরতাল।

হরতালের শুরুতে ঢাকার বিভিন্ন জায়গায় ঘটে যায় বেশ কিছু সহিংসতার ঘটনা। সকালে নয়াপল্টন, মগবাজার, বাড্ডা, তেজগাঁও, উত্তরা ও আরো কয়েকটি জায়গায় মিছিল বের করে বিএনপি কর্মীরা। এ সময় বেশ কিছু ককটেল বিস্ফোরিত হয়েছে। আগারগাঁও ও মিরপুরে ঘটেছে গাড়ি ভাঙচুরের ঘটনা।
এর আগে সোমবার রাত ৯টার দিকে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠকে হরতালের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সাংবাদিকদের সামনে দুইদিনের এ হরতালের ঘোষনা দেন খন্দকার মোশারফ হোসেন।
এদিকে  মঙ্গলবার বিকেলে হেফাজতে ইসলামের নিহত কর্মীদের গায়েবানা জানাজার পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি মাইক্রোবাসে আগুন দেয় দুবৃত্তরা।
এছাড়া হরতালের আগের দিন বাসে আগুন দেয়ার চেষ্টা করলে কারওয়ানবাজার থেকে রাসেল (২১) নামের এক যুবককে আটক করে তেঁজগাও থানা পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৫০মিনিটের  দিকে রাজধানীর পান্থপথে দুটি ককটেল বিষ্ফোরণে জনমনে আতংক ছড়িয়ে পড়ে।

এএ/৮/৫-১

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)