অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা মুশফিকের

 অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা মুশফিকের


 প্রস্তুতি : স্পোর্টস (প্রতিমুহূর্ত.কম) ---

জিম্বাবুয়ের কাছে ওয়ানডে সিরিজ পরাজয়ের পর মুশফিকুর রহিম বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানো ঘোষণা দিয়েছেন। বুলাওয়ে কুইন্স পার্ক মাঠে খেলাপরবর্তী সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।
 
 মুশফিকের এই ঘোষণা দলের সবাই বিস্মিত। অপ্রত্যাশিত এই ঘোষণায় বিসিবির কর্মকর্তারাও অবাক হয়েছেন। সফরে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এরপরই নেতৃত্ব থেকে বিদায় নিবেন মুশফিক।
 
 
এর আগে ২০১১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ হারের পর দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হয়।
 
 
সাকিবের নেতৃত্বে ওই সময় ওয়ানডে ও টেস্ট দুটো সিরিজেই হেরেছিল বাংলাদেশ। তবে এবার টেস্ট সিরিজ ড্র করলেও একদিনের সিরিজ ২-১ হেরে যায় মুশফিক বাহিনী।
 

বুধবার সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে সাত উইকেটে হেরেছে বাংলাদেশ। জিম্বাবুয়ে সিরিজ জেতে ২-১ ব্যবধানে।  দেশে এনিয়ে টানা দ্বিতীয়বার বাংলাদেশকে ওয়ানডে সিরিজে হারালো র‌্যাঙ্কিংয়ের দশম স্থানে থাকা জিম্বাবুয়ে।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)