এমপি বরকতউল্লাহ বুলু আটক



প্রস্তুতি : রাজনীতি (প্রতিমুহূর্ত.কম)


বিএনপির যুগ্ম মহাসচিব বরকতউল্লাহ বুলু (এমপি)-কে আটক করেছে পুলিশ।

আজ ১৫ মে বুধবার সকাল ১১ টা ৪৫ মিনিটে বিএনপির নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

১৮ দলীয় পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার সমাবেশ করার অনুমতি না পাওয়ায় পরবর্তী কর্মসূচি ঘোষণার জন্য নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যান বুলু। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার নির্দেশে যুগ্ম-মহাসচিব ও দলের সাংগঠনিক সম্পাদকবৃন্দও সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণার জন্য নয়াপল্টনে দলীয় কার্যালয়ে উপস্থিত হন। কর্মসূচি ঘোষণার পর বরকত উল্লাহ বুলু দলীয় কার্যালয়ের নিচে আসলে পুলিশ তাকে গ্রেফতার করে।

বর্তমানে তাকে মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

গত ১১ মার্চ কার্যালয়ে পুলিশি হামলায় অন্য নেতাকর্মীদের সঙ্গে বুলুও আটক হয়েছিলেন। গত ২১ এপ্রিল তিনি জামিনে মুক্তি পান।

প্রতিবেদন : আতিক আহম্মেদ অর্পণ

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)