ক্ষমতা হস্তান্তর করতে চান বিলাওয়াল ভূট্টো




প্রস্তুতি : আন্তর্জাতিক (প্রতিমুহূর্ত.কম)

পাকিস্তানের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে ক্ষমতা হস্তান্তরের পক্ষপাতী পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি। ভোট কারচুপির অভিযোগ থাকলেও দেশের স্বার্থে তিনি এ পরাজয় মেনে নিয়েছেন বলে জানা গেছে।

নির্বাচিত পিপিপি নেতাদের উদ্দেশে গতকাল দেওয়া একটি ভিডিও বার্তায় তিনি এ কথা জানান। আল-কায়েদার হুমকির কারণে নির্বাচনের কিছুদিন আগে থেকে জনসম্মুখে আসা বন্ধ করেছিলেন বিলাওয়াল।

তাৎক্ষণিকভাবে এখন তিনি কোথায় অবস্থান করছেন তা জানা যাচ্ছে না।

বিলাওয়াল ভিডিও বার্তায় আরও জানান, ভোট জালায়াতির কারণেই তার দলের পরাজয় হয়েছে। তিনি এই অভিযোগের তদন্ত করতে নির্বাচন কমিশনের প্রতি আহবান জানিয়েছেন। তবে গণতন্ত্রের সুষ্ঠু বিকাশের স্বার্থে তিনি নির্বাচনের ফলাফল মেনে নিয়েছেন বলে জানিয়েছেন।


সূত্র : (ডন পত্রিকা)

 রিপোর্ট : শাহারিয়ার রহমান
সম্পাদনা : জামিল আশরাফ খান
এসআর/জেএ/১৬/৫-৩

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)