সিটি কর্পোরেশনে ৪ সিটিতে প্রার্থী ২৪ মেয়র





প্রস্তুতি: জাতীয় (প্রতিমুহূর্ত.কম) --

আগামী ১৫ জুন অনুষ্ঠিত হবে সিলেট, রাজশাহী, বরিশাল ও খুলনা সিটি কর্পোরেশনের নির্বাচন। তফসিল অনুযায়ী ১২ মে ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।

রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র, সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৮৮৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে মেয়র পদে ২৪ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। 

সাধারণ আসনের কাউন্সিলর পদে ৬৬০ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ২০২ জন প্রার্থী হয়েছেন। এই নির্বাচনে আওয়ামী লীগের পাশাপাশি বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় পার্টির অসংখ্য নেতা মনোনয়নপত্র দাখিল করেছেন।

রাজশাহী : রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি ২৫১ জন প্রার্থী হয়েছেন। । ৬ জন মেয়র প্রার্থীর মধ্যে তিনজন বিএনপি ও জামায়াত নেতা। তারা হলেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শফিকুল হক মিলন, মহানগর যুবদলের আহ্বায়ক মোঃ মোসাদ্দেক হোসেন ও জামায়াতের মহানগর ভারপ্রাপ্ত সেক্রেটারি কারাবন্দি মোঃ জাহাঙ্গীর। আওয়ামী লীগের একক প্রার্থী হচ্ছেন  বর্তমান মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এএইচএম খায়রুজ্জামান লিটন। এছাড়া স্বতন্ত্রভাবে মোঃ হাবিবুর রহমান ও মীর মোজাম্মেল আলী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
 

সাধারণ কাউন্সিলর পদে ১৭৬ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬৯ জন প্রার্থী হয়েছেন।

সিলেট : সিলেট সিটি নির্বাচনে মেয়র পদ প্রার্থী ৭ জন। আওয়ামী লীগের একক প্রার্থী হচ্ছেন বর্তমান মেয়র বদর উদ্দীন আহম্মদ কামরান। অন্যরা হলেন বিএনপির নির্বাহী সম্পাদক আরিফুল হক চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আবদুল কাইয়ুম জালালী পংকী, সিনিয়র সহ-সভাপতি নাছিম হোসেন,  স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি মোঃ সামসুজ্জামান জামান, সিলেট জামায়াতে ইসলামীর মহানগর আমীর কারাবন্দি এহসানুল মাহবুব জুবায়ের। মেয়র প্রার্থীদের ৭ জনের মধ্যে একজন জামায়াত নেতাসহ রয়েছেন ১৪ দলের ৫ নেতা ।

এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ১৫২ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৬ জন প্রার্থী হয়েছেন।

বরিশাল : বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ১৯৫ জন প্রার্থী হয়েছেন। মেয়র প্রার্থী ৫ জনের মধ্যে দুই জন আওয়ামী লীগের ও তিনজন বিএনপি নেতা । মেয়র পদে জেলা বিএনপির সভাপতি মোঃ আহসান হাবিব কামাল, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ এবায়দুল হক চাঁন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হাসান, মহানগর আওয়ামী লীগের সভাপতি মোঃ শওকত হোসেন হিরন ও মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন।

নির্বাচনে সাধারণ কাউন্সিলর পদে ১৫২ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৬ জন প্রার্থী হয়েছেন।

খুলনা : খুলনা সিটি কর্পোরেশনে প্রার্থী হয়েছেন ২৪১ জন । মেয়র পদে প্রার্থী আছেন ৬ জন। তারা হলেন  খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান মেয়র তালুকদার আবদুল খালেক, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনি, মহানগর বিএনপির উপদেষ্টা সেকান্দার জাফরউল্লাহ সাচ্চু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এসএম শফিকুল ইসলাম,মুসলীম লীগের শেখ সিরাজুল ইসলাম ও  জাতীয় পার্টির জেলা সভাপতি মোঃ শফিকুল ইসলাম মধু।

কাউন্সিলর পদে ১৮৭ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৪৮ জন প্রার্থী হয়েছেন।

রিপোর্ট : শাহারিয়ার রহমান
সম্পাদনা : জামিল আশরাফ খান

এসআর/জেএ/১৬/৫-৪

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)