সূবর্ণ এক্সপ্রেসে আগুন দেয়ার ঘটনায় সাতজনকে তিনদিনের রিমান্ড

সূবর্ণ এক্সপ্রেসে আগুন দেয়ার ঘটনায় ৭জনকে ৩দিনের রিমান্ড


প্রস্তুতি: জাতীয় (প্রতিমুহূর্ত.কম) --

চট্টগ্রাম রেলস্টেশনে অপেক্ষমাণ ঢাকগামী সূবর্ণ এক্সপ্রেসে অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার হওয়া সাতজনকে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস এম মাসুদ পারভেজ পুলিশের আবেদনের প্রেক্ষিতে এ রিমান্ড মঞ্জুর করেন।

সূবর্ণ এক্সপ্রেসের ৫টি বগিতে আগুন দেয়ার ঘটনায় যাদেরকে রিমান্ডে নেয়া হয়েছে তারা হলেন মোহাম্মদ মিঠু মিয়া, আজগর আহমদ এহসান, এ কে এম ওয়াহিদুজ্জামান, মো. শাহীন উল ইসলাম, মো. মাসুম বিল্লাহ, ইলিয়াছ হোসেন ও শিফাতুল গণি চৌধুরী।

এ বিষয়ে রেলওয়ে থানার ওসি আহসান হাবীব জানান, সূবর্ণ এক্সপ্রেসের বগিতে আগুন দেয়ার ঘটনায় গ্রেপ্তার সাতজনকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

মঙ্গলবার ভোর পৌনে ৫টার দিকে স্টেশনে অপেক্ষামান সুবর্ণ এক্সপ্রেসের পেছনের ৫টি বগিতে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন রেলওয়ের কর্মকর্তারা।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)