রয়টার্সের ওপর থেকে ইরানের নিষেধাজ্ঞা প্রত্যাহার


প্রস্তুতি : আন্তর্জাতিক (প্রতিমুহূর্ত.কম)

পশ্চিমা সংবাদ মাধ্যম রয়টার্সের উপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ইরান। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে নির্দিষ্ট পরিমাণ জরিমানা ও লিখিত ক্ষমা আবেদনপত্র জমা দানের পর এই সিদ্ধান্ত নেয় ইরান কোর্ট।

উল্লেখ্য, ভুল তথ্য প্রকাশ করার অভিযোগে ২০১২ সালের মার্চ মাস থেকে রয়টার্সের ‘তেহরান ব্যুরো’র কার্যক্রম বন্ধ হয়ে যায়।

এর আগে ইরান মেয়েদের মার্শাল আর্ট শেখানোর আড়ালে গুপ্ত বাহিনী গড়ে তুলছে এমন তথ্য প্রকাশের ফলে নারীদের একটি প্রতিষ্ঠান রয়টার্সের বিরুদ্ধে অভিযোগ আনে। এতে ইরান সরকারও সমর্থন দেয়। ফলে মার্চ ২০১২ থেকে ইরানে রয়টার্সের প্রচারণা স্থগিত হয়ে যায়।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘আমরা আমাদের কৃতকর্মের জন্য লজ্জিত এবং ভবিষ্যতে এমন আর হবে না।’

এদিকে চলতি সপ্তাহে আবার চালু হচ্ছে রয়টার্সের ‘তেহরান ব্যুরো’র কার্যক্রম।


সূত্র : রয়টার্স

প্রতিবেদন : শাহারিয়ার রহমান

সম্পাদনা : জামিল আশরাফ খান, নিউজরুম এডিটর
এসআর/জেএ/১৭/৫-২

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)