কর্ণাটকে কংগ্রেসের জয় বিজেপির হার



কর্ণাটকে কংগ্রেসের জয় বিজেপির হার

প্রস্ততি: আন্তর্জাতিক (প্রতিমুহূর্ত.কম) ---
  

ভারতের কর্ণাটকে রাজ্যের  বিধানসভা নির্বাচনে জয়ের পর সরকার গঠন করতে যাচ্ছে কেন্দ্রে ক্ষমতাসীন কংগ্রেস দল। নির্বাচনে বিরোধী দল ভারতীয় জনতা পার্টির  ভরাডুবি হয়েছে। তুলনামূলকভাবে ভালো ফলাফল করেছে  জনতা দল

গতকাল বুধবার ৮মে প্রাথমিক ভাবে প্রকাশিত  ফলাফলে  বিধানসভার মোট ২২৫টি আসনের মধ্যে বিজেপি পেয়েছে ৪০টি আসন আর  অন্যদিকে কংগ্রেস ১২০টি  পেয়েছে । জেডি-এস ৩৯টি আসনে জয়ী হয়েছে। এগিয়ে রয়েছে একটি আসনে পেয়েছে । স্থানীয় নতুন দল কর্ণাটক জনতা পার্টি ছয় আসনে জয়ী এক আসনে এগিয়ে রয়েছে। অন্যান্য দল ১৬টি আসন পেয়েছে।কর্ণাটকে রাজ্যে বিধানসভা  নির্বাচনে গত রোববার ভোট গ্রহণ হয়।
 
রাজ্যটিতে গত পাঁচ বছর ক্ষমতায় ছিল বিজেপি। তবে  অনিয়ম প্রায়  ৩০০ কোটি মার্কিন ডলারের কয়লাখনি কেলেঙ্কারির ঘটনায় বিজেপির গঠিত সরকার সমালোচনার মুখে পড়ে। বি এস ইয়াদুরাপ্পা নামের একজন প্রভাবশালী নেতা ৩৬ জন আইন প্রণেতাকে নিয়ে বিজেপি থেকে বেরিয়ে গিয়ে নতুন দল জেডি-এস গঠন করেন। কংগ্রেসের নেতৃত্বাধীন সরকার রেলওয়ে কয়লাখনি কেলেঙ্কারি নিয়ে চাপের মুখে থাকায় কর্ণাটকের নির্বাচনে এর কিছুটা প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হয়েছিল।

নির্বাচনের ফলাফল প্রত্যাশার প্রতিফলন হয়েছে বলে জানিয়েছে কংগ্রেসের নেতা সিদ্ধারামাইয়াহ  রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনায়  তিনিই এগিয়ে রয়েছেন। কংগ্রেসের নেতা  সিংভি বলেন জনসাধারন  বিজেপিকে প্রত্যাখ্যান করেছে।

বিজেপির নেতা সদানন্দ গৌড়া বলেন, তাঁরা  কর্ণাটকে বিজেপির উন্নয়ন কার্যক্রমে বিষয়টি জনগণের কাছে ভাল ভাবে  তুলে ধরতে পারেনি । 
  
লেখা : রাফি খান
আর, কে -০৯/০৫-১

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)