রাষ্ট্রপতির প্রেস সচিব হলেন কুষ্টিয়ার ইহসানুল করিম

প্রস্তুতি : সারাদেশ (প্রতিমুহূর্ত.কম)

বাংলাদেশ সংবাদ সংস্থার সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক, কুষ্টিয়ার কৃতি সন্তান ইহসানুল করিম হেলালকে রাষ্ট্রপতির প্রেস সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

গত ২১ মে মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করেছে। এতে বলা হয়- ‘অন্যান্য সকল প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে’ আগামী এক বছরের জন্য ইহসানুল করিমকে রাষ্ট্রপতির প্রেস সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হল। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও আদেশে বলা হয়।

রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুর পরে আবদুল হামিদ ২২ এপ্রিল দেশের ২০তম রাষ্ট্রপতি নির্বাচিত হন। এরপর ২৪ এপ্রিল তিনি রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। সাংবাদিক ইহসানুল করিম রাষ্ট্রপতি অ্যাডভোকেট আবদুল হামিদ’র প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করবেন।

ইহসানুল করিম গত ১২ ফেব্রুয়ারি বাসস’র ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অবসর নেন। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি বাসস’র দিল্লি ব্যুরো প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এছাড়াও তিনি সংবাদ সংস্থা পিটিআই এবং বিবিসিতে কাজ করেছেন। ইহসানুল করিম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন।

প্রতিবেদন : হোসাইন মোহাম্মদ সাগর, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
সম্পাদনা : আব্দুল্লাহ আল জুবায়ের, নিউজরুম এডিটর
এইচএস/এজে- ২২/৫-২

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)