ভাইরাস আক্রান্ত ফেসবুক !





প্রস্তুতি : প্রযুক্তি (প্রতিমুহূর্ত.কম)

সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ফেসবুকের মাধ্যমে দ্রুত ছড়িয়ে পরছে একটি ম্যালওয়ার ভাইরাস । ফেসবুক চ্যাট বক্সের মাধ্যমে ভাইরাসটি সয়ংক্রিয় ভাবে আক্রান্ত ব্যক্তির ফেসবুক একাউন্ট থেকে বার্তায় একটি স্প্যাম লিংক পাঠায় ।

লিংকটিতে প্রবেশ করলেই সাথে সাথে মালওয়ার ভাইরাস ভিক্টিমের পিসিতে প্রবেশ করে ফেলে । এরপর ভিক্টিমের একাউন্ট থেকে একই স্প্যাম বার্তায় ফ্রেন্ডলিষ্টের সবাইকে পাঠাতে থাকে ।
লিংকটি অতি পরিচিত ফাইল হোষ্টিং এবং শেয়ারিং সাইট মিডিয়াফায়ারের ।


উল্লেখ যে, লিংকটিতে প্রবেশ করলে একটি কুরুচিপূর্ণ ছবি কম্পিউটারের স্ক্রিনে ভেসে উঠে । এতে করে অনেকেই ব্যক্তিগত ভাবে হেয় হচ্ছেন ।

এন্টি-ভাইরাস সেবাদাতা এভাষ্ট ভাইরাসটি ডিটেক্ট করতে পারে ।

আপনি ম্যালওয়ার ভাইরাসটি দ্বারা আক্রান্ত হলে সাথে সাথে আপনার কম্পিউটারটি এন্টি-ভাইরাস দ্বারা স্ক্যান করুন এবং সাময়িকভাবে ফেসবুক একাউন্ট ডি-এক্টিভ করে ফেলুন ।
তবে ফেসবুক কতৃপক্ষ এ সম্পর্কে কোনো সতর্কতা এখন পর্যন্ত জারি করেনি ।

লেখা : হাসান ইমাম
এইচআই- ১৩/০৫

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)