শাপলা চত্বরে সমাবেশ চলছে হেফাজতের

শাপলা চত্বরে সমাবেশ চলছে হেফাজতের



প্রস্তুতি : জাতীয় (প্রতিমুহূর্ত.কম/ protimuhurto.com) ---

রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে সমাবেশ করছে হেফাজতে ইসলাম। বিপুল সংখ্যক হেফাজত কর্মী-সমর্থক সমাবেশস্থলে জড়ো হয়েছে। রবিবার বিকাল ৪টার দিকে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাদের বক্তৃতার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এ সমাবেশ শুরু হয়।

হেফাজতের নেতারা তাদের দাবি মেনে নেয়ার আহ্বান করে বক্তৃতা দিচ্ছেন। তাদের কর্মীদের ওপর হামলার অভিযোগও তুলছেন নেতারা। সমাবেশে ১৩ দফা দাবি মেনে নেয়ার আহ্বান করে হেফাজত নেতারা বলেন, “এ দেশ মুসলমানদের দেশ, নাস্তিকদের নয়।" সরকার নাস্তিকদের পক্ষে অবস্থান নিয়েছে বলেও অভিযোগ করেন বক্তারা।

সাভারে হরতাল সমর্থকদের ঝাঁকুনিতে ভবন ধসে গেছে, মন্ত্রীর এমন বক্তব্যের কথা উল্লেখ করে মুফতি আজিজুল হক বলেন, "তৌহিদী জনতা ঝাঁকুনি দিলে মসনদ ধসে যাবে।"

রোববার ভোর থেকে দুপুর পর্যন্ত ‘ঢাকা অবরোধ’ শেষে বিকেলে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে আসে হেফাজতের নেতাকর্মীরা।রাজধানীর বায়তুল মোকাররম, পল্টন, গুলিস্তানসহ বিভিন্ন স্থানে পুলিশ ও আওয়ামী লীগের সাথে হেফাজত কর্মীদের সংঘর্ষের ঘটনা হয়। এতে অন্তত ১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

অবরোধের কারণে রোববার দুপুর পর্যন্ত রাজধানীর সাথে সারাদেশের সড়ক যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)