পদত্যাগ করা মানে পালানো : সিরিয়ার প্রেসিডেন্ট বাশার

প্রস্তুতি : আন্তর্জাতিক (প্রতিমুহূর্ত.কম)

২০১৪ সালে মেয়াদ শেষের আগ পর্যন্ত ক্ষমতা ছাড়বেন না বলে জানিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ । আজ ১৯ মে রোববার আর্জেন্টিনার ক্লারিন পত্রিকায় দেয়া সাক্ষাতকারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির আহ্বানে পদত্যাগের বিষয়টি বিবেচনা  করছেন কিনা এ প্রশ্নের জবাবে  আসাদ বলেন, ‘পদত্যাগ করা মানে পালানো।’

তিনি আরও বলেন, “সিরিয়ার বিষয় নিয়ে মাথা ঘামানোর অধিকার আমেরিকার নেই’

এদিকে রাশিয়া ও যুক্তরাষ্ট্র কর্তৃক একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠানের উদ্যোগকে স্বাগত জানান।

এ প্রসঙ্গে আসাদ বলেন, ‘আমরা রুশ-মার্কিন শান্তি উদ্যোগ সম্পর্কে জানতে পেরেছি। আমরা আশা করবো সিরিয়ার সংকট সমাধানে এটি একটি আন্তর্জাতিক সম্মেলন হবে।’

এছাড়া পশ্চিমা  দেশগুলো যে বাহিনী সন্ত্রাসকে মদদ দিচ্ছে  বলে উল্লেখ করে তিনি বলেন, “পশ্চিমা কোন দেশ সত্যিকার অর্থে সিরিয়া সমস্যার সমাধান চায় এ কথা আমরা বিশ্বাস করি না।”

উল্লেখ্য, প্রেসিডেন্ট বারাক ওবামা ইতিপূর্বে বলেছেন তিনি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের উপর চাপ সৃষ্ঠি করতে কূটনৈতিক ও সামরিক উভয় দিকই খোলা রেখেছেন।   


সূত্র : আলজাজিরা

প্রতিবেদন : শাহারিয়ার রহমান
সম্পাদনা : জামিল আশরাফ খান, নিউজরুম এডিটর
এসআর/জেএ/১৯/০৫-২

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)