সৌদি আরবের প্রথম নারী হিসেবে এভারেস্টের চূড়ায় 'রাহা'

প্রস্তুতি: আন্তর্জাতিক (প্রতিমুহূর্ত.কম)

রাহা, পুরো নাম রাহা মোহাররাক। জন্ম সৌদি আরবের জেদ্দায়, বর্তমানে থাকেন দুবাইয়ে। বয়স সবে মাত্র ২৫, তবে এর মধ্যেই প্রথম সৌদি নারী হিসেবে পৃথিবীর সর্বোচ্চশৃঙ্গ এভারেস্ট জয় করে নতুন ইতিহাস গড়লেন তিনি।

শুধু প্রথম সৌদি নারী হিসেবে হিসেবেই নয়, সবচেয়ে কম বয়সি এভারেস্ট জয়ীও রাহা। রক্ষণশীল দেশ সৌদি আরবের এক নারী পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের চূড়ায় উঠে ইতিহাস গড়লেন ।

এভারেস্ট জয়ের পর প্রতিক্রিয়ায় রাহা বলেন, “প্রথম সৌদি নারী হিসেবে এভারেস্ট জয় আমার কাছে কোনো ব্যাপার নয়, তার চেয়ে বড় বিষয় হচ্ছে এতে অনুপ্রাণিত হয়ে অন্যরাও এগিয়ে আসবে”।

এভারেস্ট জয়ের এই মিশনে চারজনের দলে ছিলেন রাহা ও প্রথমবারের মতো এভারেস্ট শৃঙ্গে যাওয়া একজন কাতারি এবং ফিলিস্তিনি পুরুষ।

নেপালে শিক্ষা বিস্তারের লক্ষ্যে ১০ লাখ ডলারের একটি তহবিল সংগ্রহের চেষ্টা করছেন তারা।

প্রতিবেদন : হাসান ইমাম
এইচআই- ১৯/০৫- ২

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)