বৈশাখীর দীর্ঘ ধারাবাহিক ‘সংঘাত’


প্রস্তুতি : বিনোদন (প্রতিমুহূর্ত.কম)

বৈশাখী টেলিভিশনে সম্প্রচারিত হচ্ছে দীর্ঘ ধারাবাহিক নাটক ‘সংঘাত’। ধারাবাহিকটি রচনা ও পরিচালনা করেছেন সাজ্জাদ হোসেন দোদুল।

প্রতি সপ্তাহে রবি থেকে বৃহস্পতিবার, রাত ১০ টা ৫০ মিনিটে নাটকটি সম্প্রচারিত হচ্ছে বৈশাখী টেলিভিশনে।

পারিবারিক দ্বন্দ্ব-সংঘাতই নাটকটির মূল কাহিনী। এ নাটকে আহমেদ শরীফ একজন কুচক্রী মানুষ।  তার দুই স্ত্রী। দুই স্ত্রীর মধ্যে পরিবারের বিভিন্ন বিষয় নিয়ে বিবাদ লেগেই থাকে। সম্পত্তি বন্টনের সূত্র ধরে একপর্যায়ে খুন হয় একজন। এতে দুই পরিবারের মধ্যে সম্পর্ক ক্রমেই জটিল হতে থাকে। আর এভাবেই এগিয়ে যেতে থাকে কাহিনী।

ধারাবাহিক নাটক ‘সংঘাত’এ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আহমেদ শরীফ, আহমেদ রুবেল, সাব্বির আহমেদ, শাহেদ শরীফ খান, সুজাতা, হোমায়রা হিমু, বন্যা মির্জা, চৈতি প্রমুখ।


সম্পাদনা : জামিল আশরাফ খান, নিউজরুম এডিটর

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)