মার্কিন সেনাবাহিনীতে ২৬ হাজার যৌন হয়রানি

মার্কিন সেনাবাহিনীতে ২৬ হাজার যৌন হয়রানি

 

 প্রস্তুতি : আন্তর্জাতিক (প্রতিমুহূর্ত.কম/ protimuhurto.com)--
 
মার্কিন সেনাবাহিনীতে যৌন হয়রানির ঘটনা মহামারির মতো ছড়িয়ে পড়ছে। গত বছর দেশটির সেনাবাহিনীর ২৬ হাজার সদস্য যৌন হামলার শিকার হয়েছে। মার্কিন সেনাবাহিনীতে চালানো এক জরিপ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর রেডিও তেহরান।
 
এর আগে, পেন্টাগনের হিসাবে দাবি করা হয়েছিল ২০১২ সালে মার্কিন সেনাবাহিনীতে যৌন নির্যাতনের ঘটনা আগের তুলনায় ৬ শতাংশ বেড়েছে এবং ৩,৩৭৪ সেনা সদস্য যৌন নির্যাতনের শিকার হয়েছেন। কিন্তু এ জরিপে অংশগ্রহণকারীদের পরিচয় প্রকাশ হওয়ার কোনো ব্যবস্থা রাখা হয়নি। ফলে মার্কিন সেনাবাহিনীতে যৌন হয়রানি ও নির্যাতনের প্রকৃত অবস্থা আরও অনেক ভয়াবহ বলে উঠে এসেছে।
 
এ জরিপ প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর মার্কিন সেনাবাহিনীতে অন্তত ২৬ হাজার যৌন হামলার ঘটনা ঘটেছে।
 
প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সেনাবাহিনীর বেশির ভাগ যৌন নির্যাতন, হামলা বা ধর্ষণের ঘটনা কখনোই প্রকাশ পায় না।
 
গত কয়েক বছর ধরে মার্কিন সেনাবাহিনীর যৌন হেনস্তার ঘটনা হ্রাস করতে নানা ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে।
 
এদিকে, মার্কিন বিমান বাহিনীর যৌন নির্যাতন প্রতিরোধ বিভাগের প্রধান স্বয়ং যৌন হয়রানি করার অভিযোগে গ্রেফতার হওয়ার ঘটনা ঘটার পরই এ প্রতিবেদন প্রকাশিত হলো।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)