কুষ্টিয়ার দৌলতপুরে ২ মাদক ব্যাবসায়ী গ্রেফতার


প্রস্তুতি : সারাদেশ (প্রতিমুহূর্ত.কম)

আজ ২৩ মে বৃহস্পতিবার কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত থেকে এক কেজি গাঁজা ও ১০ বোতল ফেন্সিডিলসহ দু’জনকে আটক করেছে ৩২ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


আটককৃত হলেন, উপজেলার মুন্সিগঞ্জ এলাকার মৃত তজুমদ্দিনের ছেলে রায়হান (৪৩) ও একই উপজেলার ইনসাফনগর ভাঙ্গাপাড়া এলাকার হিরাজ আলীর ছেলে শামীম রানা (২০)।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার প্রাগপুর ইউনিয়নের ময়রামপুর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। এরপর ভ্রাম্যমাণ আদালতে দৌলতপুর থানার নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুণ কুমার মণ্ডলের নেতৃত্বে তজুমুদ্দিনকে ১ বছর ও শামিম হোসেনকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।


মহিষকুণ্ডি ক্যাম্পের একটি টহল দলের সুবেদার জালাল উদ্দিন বলেন, ভারত থেকে আসা মাদক পাচারকারীদের ধাওয়া করলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তাদের গাঁজা ও ফেন্সিডিলসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের ওই দণ্ড দেয়া হয়।

প্রতিবেদন : হোসাইন মোহাম্মদ সাগর, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
সম্পাদনা : আব্দুল্লাহ আল জুবায়ের, নিউজরুম এডিটর
এইচএস/এজে- ২৩/৫-৩

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)