আসন্ন বাজেট অধিবেশনে যোগ দিবে বিএনপি


প্রস্তুতি : জাতীয় (প্রতিমুহূর্ত.কম)

প্রধান বিরোধী দল বিএনপি জাতীয় সংসদের আসন্ন বাজেট অধিবেশনে যোগ দিবে। বিএনপিসহ বিরোধী জোটের সংসদ সদস্য পদ টিকিয়ে রাখতে হলে এ অধিবেশনে অংশ নিতে হবে।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আগামী ৩ জুন বিকেল সাড়ে ৫টায় নবম সংসদের ১৮তম অধিবেশন আহ্বান করেছেন ।

নির্দলীয় সরকারের দাবিতে বিএনপি টানা সংসদ বর্জন করে আসছে। বিএনপি সংসদের দ্বিতীয়, তৃতীয়, পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম অধিবেশন পুরো বর্জন করে। একটানা ৬৪ কার্যদিবস বর্জনের পর বিরোধী দল চতুর্থ অধিবেশনে মাত্র একদিন যোগ দিয়ে আবার বর্জন শুরু করে।

৯০ দিন টানা অনুপস্থিতির কারণে সদস্যপদ শূন্য হওয়ার আইনি জটিলতা এড়াতে টানা ৭৭ কার্যদিবস বর্জনের পর ১২তম অধিবেশনে যোগ দেন। পরে টানা ১৩, ১৪, ১৫, ১৬ ও ১৭তম অধিবেশন বর্জন করে আসছে। তাদের অনুপস্থিতি দাঁড়িয়েছে ৮৩দিন।

 বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদীন ফারুক এ বিষয়ে  বলেন, ‘দলীয় ফোরামে সংসদে যোগ দেয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।’

আসন্ন সংসদ অধিবেশনে আওয়ামী লীগ সরকারের শেষ বাজেট উপস্থাপন করা হবে।

 আারএম/১৮/৫-২

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)