রবীন্দ্র জন্মবার্ষিকীতে সেলিম আল দীনের নাটক

রবীন্দ্র জন্মবার্ষিকীতে সেলিম আল দীনের নাটক


প্রস্তুতি : বিনোদন (প্রতিমুহূর্ত.কম) ---

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫২তম জন্মবার্ষিকী আজ। এ উপলক্ষে দেশের প্রায় সবকটি টিভি চ্যানেল এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনে আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন অনুষ্ঠান। তবে দেশের বিরাজমান পরিস্থিতি এবং ১৮দলীয় জোটের ডাকা দুই দিনের হরতালের কারণে অনেক সংগঠনই নিজেদের অনুষ্ঠান বাতিল করেছে।

রবীন্দ্র জন্মবার্ষিকীর দিনে জাতীয় নাট্যশালায় আজ সন্ধ্যায় মঞ্চ হবে স্বপ্নদলের প্রযোজনা ‘হরগজ’। নাট্যকার সেলিম আল দীনের লেখা এ নাটকের কাহিনী গড়ে উঠেছে মানিকগঞ্জ জেলার হরগজ নামক এলাকায় ১৯৮৯ সালের প্রলয়কারী টর্নেডোকে কেন্দ্র করে। সেলিম আল দীন ১৯৯২ সালে টর্নেডো আক্রান্ত হরগজ এলাকার অভিজ্ঞতা নিয়ে রচনা করেন নাটক হরগজ। জানা গেছে আজ সন্ধ্যায় জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সাভারের ক্ষতিগ্রস্থদের সহায়তায় স্বপ্নদল নাটকটির মঞ্চায়ন করবে।

রবীন্দ্র জন্মজয়ন্তীতে সেলিম আল দীনের নাটক মঞ্চায়ন নিয়ে নাট্যকর্মীদের মাঝে দেখা গেছে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া। কেউ কেউ বলছেন সাভারের আক্রান্তদের সাহায্যার্থে স্বপ্নদল অন্য কোন দিন হরগজ নাটকের শো করতে পারতো। এবারের রবীন্দ্র জন্মজয়ন্তীতে ঢাকার কোন দলই রবীন্দ্রনাথের নাটকের মঞ্চায়ন করছে না। অথচ প্রায় সব দলেরই নিয়মিত প্রযোজনা হিসেবে রবীন্দ্রনাথের নাটক রয়েছে।

২০১১ সালে দেশের ১৫টি নাটকের দল সরকারী অনুদানে রবীন্দ্রনাথের নাটক মঞ্চে নিয়ে আসে। এছাড়াও ঢাকায় এখন প্রায় ২০-২৫টি দল রবীন্দনাথের নাটক নিয়মিতভাবে মঞ্চায়ন করছে। অনুদানের নাটকগুলো নিয়ে সরকারী অর্থায়নে একটি জাঁকজমকপূর্ণ রবীন্দ্র নাট্য উৎসবের আয়োজন করা হয়েছিল জাতীয় নাট্যশালায়।


রবীন্দ্র জন্মজয়ন্তীর দিনে জাতীয় নাট্যশালায় কোন দল রবীন্দ্রনাথের নাটক মঞ্চায়ন করছে না জেনে হতাশ হয়েছে ঢাকার নাট্য দর্শকরা। ‘চিত্রাঙ্গদা’ নামে রবীন্দ্রানাথের একটি নাটক স্বপ্নদলের নিয়মিত প্রযোজনা হিসেবে মঞ্চস্থ হচ্ছে। স্বপ্নদল চাইলে আজকের দিনে ‘চিত্রাঙ্গদা’ মঞ্চায়ন করতে পারতো। রবীন্দ্র জন্মজয়ন্তীর দিনে জাতীয় নাট্যশালায় রবীন্দ্রনাথের নাটক মঞ্চস্থ হবে না এমনটা হওয়া উচিত নয় বলে মন্তব্য করেন নাট্যচর্চার সঙ্গে সংশ্লিষ্ট অনেকে।

পিআর-৮/৫-১

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)