এক ট্রিপের পরেই অকেজো ডেমু ট্রেন

 এক ট্রিপের পরেই অকেজো ডেমু ট্রেন

 প্রস্তুতি :  জাতীয় (প্রতিমুহূর্ত.কম/ protimuhurto.com)---

বেশ ঘটা করেই ঢাকা-নারায়ণগঞ্জ রুটে উদ্বোধন করা হয়েছিল ‘ডেমু’ ট্রেন। কিন্তু মাত্র এক ট্রিপের পরেই
যান্ত্রিক ত্রুটির কারণে তা বন্ধ হয়ে গেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৪ এপ্রিল বুধবার জাকজমকপূর্ণ অনুষ্ঠানে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে  আলোচিত অত্যাধুনিক ডেমু ট্রেনটি (ডিজেল ইলেকট্রিক মাল্টিপল ইউনিট- ডিইএমইউ) উদ্বোধন করেন। এরপর ট্রেনটি প্রথম ট্রিপ নিয়ে কমলাপুর থেকে দুপুর সোয়া ২টায় নারায়ণগঞ্জ স্টেশনে আসে। এর পর দুপুর ৩টায় আবারো কমলাপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে ট্রেনটি বন্ধ হয়ে যায়।

কারিগরি ত্রুটির কারণে এটি এখন নারায়ণগঞ্জ স্টেশনে অকেজো অবস্থায় পড়ে আছে। যান্ত্রিক ত্রুটি দূর হলেই ওই রুটে পুনরায় যাত্রী পরিবহন করা হবে বলে জানা গেছে।

এ ব্যাপারে জানতে চাইলে ঢাকা বিভাগীয় রেল ব্যবস্থাপক সরদার শাহাদাত আলী ডেমুর কারিগরি ত্রুটির কথা স্বীকার করেন। তিনি বলেন, ত্রুটি সারানো হলেই পূর্ণভাবে ট্রেনটি ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচল করবে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)