হাত-পা কেটে চৌদ্দজনকে উদ্ধার


হাত-পা কেটে চৌদ্দজনকে উদ্ধার


প্রস্তুতি : জাতীয় (প্রতিমুহূর্ত.কম/ protimuhurto.com) ----

সাভারে রানা প্লাজার ধ্বংসাবশেষ আটকা পড়া মানুষদের প্রাণ বাঁচানোই এখন মুখ্য হয়ে উঠেছে।  ধসে চাপা পড়া জীবিতদের হাত-পা কেটে বের করছে উদ্ধারকর্মীরা।

বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চৌদ্দজনকে এভাবে উদ্ধার করা হয়েছে। জীবিতদের হাত-পা কেটে উদ্ধার করতে গণস্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের সাতজন সিনিয়র চিকিৎসক এখন সাভার অবস্থান করছেন।

ধসে পড়া বহুতল ভবন থেকে এরই মধ্যে চৌদ্দজনকে হাত পা কেটে উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। গণস্বাস্থ্য কেন্দ্রের ধানমন্ডি হাসপাতাল থেকে সাতজন সিনিয়র চিকিৎসক সাভারে অবস্থান করলেও তাদের পক্ষে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে। কারণ এ ধরনের মানুষকে উদ্ধারে আরও সার্জন ও অর্থোপেডিক বিশেষজ্ঞ প্রয়োজন।

সাভারে বুধবার সকাল থেকে গণস্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের ৩০-৩৫ জনের একটি মেডিকেল টিম সার্বক্ষণিকভাবে কাজ করে যাচ্ছেন। এছাড়া এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বাস্থ্য সেবার পাশাপাশি খাবার স্যালাইনসহ সব ধরনের চিকিৎসা সেবা দিচ্ছেন। তাদের পাশাপাশি রেড ক্রিসেন্টের কর্মীরা কাজ করছেন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)