কুমিল্লার চৌদ্দগ্রামে জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষ

কুমিল্লার চৌদ্দগ্রামে জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষ

প্রস্তুতি : সারাদেশ (প্রতিমুহূর্ত.কম/protimuhurto.com)---

কুমিল্লার চৌদ্দগ্রামে হরতালের সমর্থনে সোমবার দুপুরে জামায়াত-শিবির মিছিল বের করলে পুলিশের সাথে সংঘর্ষ বাঁধে। এতে উপজেলা জামায়াতের আমীর ও ২ পুলিশ সদস্যসহ ৫ জন আহত হয়েছেন।

সোমবার দুপুরে চৌদ্দগ্রাম বাজারে হরতালের সমর্থনে মিছিল বের করলে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে রয়েছেন- চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) মিজান, কনস্টেবল জসিম, উপজেলা জামায়াতের আমীর শাহাবুদ্দিন, উপজেলা শিবির নেতা শামীম ও জামায়াত কর্মী শাহিন।
 
মঙ্গলবার থেকে টানা ৩৬ ঘণ্টার হরতালের সমর্থনে চৌদ্দগ্রাম বাজারে জামায়াত-শিবির নেতাকর্মীরা মিছিল বের করলে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। এতে পুলিশসহ ৫ জন আহত হন।আহত জামায়াত-শিবির নেতাকর্মীদের স্থানীয় প্রাইভেট হাসপাতাল ও এসআই মিজানকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস এ বিষয়ে জানান, এ ঘটনায় কেউ আটক হয়নি। আহত এসআই মিজানকে হাসপাতালে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)