সাভারের ধ্বংসস্তূপ থেকে ১২৩ টি লাশ উদ্ধার


সাভারের ধ্বংসস্তূপ থেকে ১২৩ টি লাশ উদ্ধার


প্রস্তুতি : জাতীয় (প্রতিমুহূর্ত.কম/ protimuhurto.com) ---

সাভারের আটতলা  ‘রানা প্লাজা’ ধ্বংসস্তূপ থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ১২৩টি লাশ উদ্ধার করা হয়েছে। আরো অগণিত লাশ চাপা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। এদের মধ্যে কেউ কেউ এখনো জীবিত আছেন বলে ধারণা করছেন উদ্ধারকর্মীরা।

সাভার এনাম মেডিকেল হাসপাতালের মর্গে ৭০টি লাশ থাকার কথা জানা গেছে। সাভার কন্ট্রোল রুমের দায়িত্বে নিয়োজিত ডিবির ঢাকা জেলার পরিদর্শক ওয়াহিদুজ্জামান বলেছেন, এনাম মেডিকেল কলেজ হাসপতালসহ সাভারের বিভিন্ন ক্লিনিক, হাসপাতাল ও থানায় মোট ১২৩টি লাশ পাওয়া গেছে।

নিহতদের বেশির ভাগই নারী। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। আহতাবস্থায় প্রায় তিন শতাধিক ব্যক্তিকে স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ, ফায়ার সার্ভিসসহ সাধারণ মানুষ এখনও উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে।

সাভারে ধসে পড়া বহুতল ভবনে উদ্ধার অভিযান শেষ করতে আরো ৪/৫ দিন লাগতে পারে বলে জানিয়েছেন উদ্ধার কাজে নিয়োজিত কর্মীরা। তারা বলেছেন, এখনো অনেক জীবিত ও মৃত মানুষ ভবনে আটকা রয়েছেন। তাদের উদ্ধারে রাতভর অভিযান চালানো হবে।


বুধবারের এই ভবন ধসের ঘটনায় বৃহস্পতিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।




মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)