সার্কের শুভেচ্ছা দূত রুনা লায়লা

সার্কের শুভেচ্ছা দূত রুনা লায়লা

 
    
প্রস্তুতি : বিনোদন (প্রতিমুহূর্ত.কম/ prottimuhurto.com) ---

বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিমান কণ্ঠশিল্পী রুনা লায়লাকে সার্কের এইচআইভি/এইডস বিষয়ক শুভেচ্ছা দূত হিসেবে মনোনীতহয়েছেন। সার্কের শুভেচ্ছা দূত হিসেবে মনোনীত তিনিই প্রথম বাংলাদেশী ।


গত জানুয়ারিতে দক্ষিণ এশিয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) সচিবালয়ে এক সভায় বাংলাদেশের রুনা লায়লা, ভারতের অজয় দেবগন ও পাকিস্তানের শারমিন ওবায়েদ-চিনয়কে এইচআইভি/এইডস বিষয়ক শুভেচ্ছা দূত মনোনীত করা হয়।

এইচআইভি/এইডস বিষয়ক সাকের্র শুভেচ্ছা দূত কর্মসূচির সূচনা হয় ২০০৮ সালে। তখন ভারতের খ্যাতনামা অভিনেতা শাবানা আজমিকে এইচআইভি ও এইডসের বিরুদ্ধে লড়াইয়ে সচেতনতা ও সমর্থন বাড়াতে শুভেচ্ছা দূত হিসেবে নিয়োগ দেয়া হয়।

বিশ্ব ব্যাংকের হিসেবে দক্ষিণ এশিয়ার প্রায় ৬০ লাখ মানুষ এইচআইভিতে আক্রান্ত যার ৬০ শতাংশই বাস করে ভারতে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)