পুলিশের উচ্চ পর্যায়ে ব্যাপক রদবদল

পুলিশের উচ্চ পর্যায়ে ব্যাপক রদবদল



প্রস্তুতি :  জাতীয় (প্রতিমুহূর্ত.কম/ protimuhurto.com) ----
পুলিশের উচ্চ পর্যায়ে হঠাৎ করেই ব্যাপক রদবদল করা হয়েছে। ২২ এপ্রিল সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে ৬৯ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে । তাঁদের কয়েকজনকে পদোন্নতিও দেওয়া হয়। এসব কর্মকর্তার মধ্যে একজন উপমহাপরিদর্শক (ডিআইজি), বাকিরা অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার।


হঠাৎ করেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই রদবদলের আদেশ আসে। পুলিশ সদর দপ্তর সূত্রে এ বদলির আদেশের বিষয়টি  নিশ্চিত করা হয়েছে।

 পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো তালিকায় দেখা যায়, দিল্লি থেকে ফেরত আসা ডিআইজি নাজিবুর রহমানকে পুলিশ সদর দপ্তরের সন্ত্রাস দমন ইউনিটে বদলি করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল আজাদ চৌধুরীকে সিআইডিতে, ঢাকা মহানগর পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুককে ঢাকা রেঞ্জে, নোয়াখালীর অতিরিক্ত ডিআইজি মতিউর রহমান শেখকে পুলিশ স্টাফ কলেজে, সিআইডির অতিরিক্ত ডিআইজি তমিজউদ্দিন আহমেদকে রাজশাহী মহানগর পুলিশে, খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আবুল কালাম আজাদকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে, ঢাকা মহানগরের আবদুল্লাহ আল মাহমুদকে সিআইডিতে, সিআইডির অতিরিক্ত ডিআইজি মইনুল ইসলামকে ঢাকা মহানগর পুলিশে, সিরাজগঞ্জের পুলিশ সুপার হুমায়ূন কবিরকে রংপুর রেঞ্জে, সিআইডির অতিরিক্ত ডিআইজি মাহাবুবুল আলমকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে, কুমিল্লার পুলিশ সুপার মাহাবুবর রহমানকে চট্টগ্রাম রেঞ্জে, এসবির বিশেষ পুলিশ সুপার মাসুম রাব্বানীকে টেলিকমে, সপ্তম এপিবিএনের অতিরিক্ত ডিআইজি হাসিব আজিজকে টেলিকমে, সিলেটের পুলিশ সুপার সাখাওয়াত হোসেনকে সিলেট রেঞ্জে, কিশোরগঞ্জের পুলিশ সুপার মীর রেজাউল আলমকে যুগ্ম পুলিশ কমিশনার ঢাকা মহানগর, বাগেরহাটের পুলিশ সুপার খন্দকার রফিকুল ইসলামকে খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মোসলেহউদ্দিনকে যুগ্ম কমিশনার, মানিকগঞ্জের পুলিশ সুপার মো. আলী মিয়াকে এসবির অতিরিক্ত ডিআইজি, রাজশাহীর পুলিশ সুপার এস এম রোকনউদ্দিনকে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার, কক্সবাজারের সাবেক পুলিশ সুপার সেলিম মো. জাহাঙ্গীরকে পুলিশ একাডেমি সারদায়, নরসিংদীর সাবেক পুলিশ সুপার আক্কাস উদ্দিন ভূইয়াকে বিশেষায়িত নিরাপত্তা ব্যাটালিয়ন, চট্টগ্রাম মহানগরের পুলিশ উপকমিশনার আশরাফুর রহমানকে সপ্তম এপিবিএন, রাজারবাগ টেলিকমের আবদুল আলীম মাহমুদকে পুলিশ সদর দপ্তরে, নোয়াখালীর সাবেক পুলিশ সুপার হারুন অর রশিদ হাজারীকে চট্টগ্রাম মহানগরে, ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার বশির আহমেদকে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার, শরীয়তপুরের টুটুল চক্রবর্তীকে কুমিল্লার পুলিশ সুপার, কুষ্টিয়ার মফিজ উদ্দিন আহমেদকে শিল্প পুলিশে, লালমনিরহাটের হাবিবুর রহমানকে কুষ্টিয়ার পুলিশ সুপার, মিশন থেকে প্রত্যাগত আবুল খায়েরকে শিল্প পুলিশে, মৌলভীবাজারের পুলিশ সুপার হারুন অর রশিদকে পুলিশ স্টাফ কলেজে বদলি করা হয়েছে।


ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার গাজী মোজাম্মেল হককে পুলিশ সদর দপ্তরে, মাদারীপুরের সাবেক পুলিশ সুপার নজরুল হোসেনকে সুনামগঞ্জের পুলিশ সুপার, এসবির এ জেড এম নাফিউল ইসলামকে চট্টগ্রাম মহানগরে, মাগুরার সাবেক পুলিশ সুপার প্রলয় চিসিমকে রাজশাহী মহানগরে, এসবির বিশেষ সুপার মাসুদ করিমকে আরআরএফ চট্টগ্রামে, সিলেট মহানগরের আমিনুল ইসলামকে বেতবুনিয়া, শিল্পাঞ্চল পুলিশের মুনিবুর রহমানকে ঢাকা মহানগর পুলিশে, সিআইডির বিশেষ সুপার ফারহাত আহমেদকে বিশেষ শাখায়, সুনামগঞ্জের সুপার নূরে আলম মীনাকে সিলেটের পুলিশ সুপার, খুলনা মহানগরের মেহেদুল করিমকে শেরপুরের পুলিশ সুপার, ঢাকা মহানগরের কানিজ ফাতেমাকে পুলিশ স্টাফ কলেজে বদলি করা হয়েছে।

শেরপুরের পুলিশ সুপার আনিসুর রহমানকে নোয়াখালীতে, পুলিশ স্টাফ কলেজের মোয়াজ্জেম হোসেনকে টাঙ্গাইল পুলিশ প্রশিক্ষণকেন্দ্রে, পিরোজপুরের ইলিয়াস শরীফকে ঢাকা মহানগর উপকমিশনার, পুলিশ স্টাফ কলেজের আনোয়ার হোসেনকে কিশোরগঞ্জের পুলিশ সুপার, নোয়াখালীর পুলিশ সুপার মাহাবুবর রশিদকে নবম এপিবিএমে, পুলিশ সদর দপ্তরের সাঈদ তারেকুল হাসানকে পুলিশ সদর দপ্তরে এআইজি, এপিবিএমের ফরিদুল ইসলামকে মাদারীপুরের পুলিশ সুপার, বিশেষ শাখার মাহবুবুর রহমানকে এসবিতে, ওয়ালিদ হোসেনকে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার, অষ্টম এপিবিএমের মিয়া মাসুদ করিমকে নোয়াখালী পুলিশ প্রশিক্ষণকেন্দ্রে, রংপুর পুলিশ প্রশিক্ষণকেন্দ্রের সৈয়দ মোশফিকুর রহমানকে লালমনিরহাটের পুলিশ সুপার, এসবির সুলতানা নাজমা হোসেনকে বিশেষ পুলিশ সুপার, ঢাকা মহানগর পুলিশের ফরিদা ইয়াসমিনকে বিশেষ পুলিশ সুপার এবং পুলিশ সদর দপ্তরের জালালউদ্দিন আহমেদকে পুলিশ সুপার হিসেবে সদর দপ্তরে রাখা হয়েছে।


পিবিআইর অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ূন কবিরকে পুলিশ সুপার করা হয়েছে, রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হাসানকে রংপুর পুলিশ প্রশিক্ষণকেন্দ্রের পুলিশ সুপার, প্রথম এপিবিএনের অতিরিক্ত উপকমিশনার তোফায়েল আহমেদকে মৌলভীবাজারের পুলিশ সুপার, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার নীহারঞ্জন হালদারকে চট্টগ্রাম মহানগরের উপকমিশনার, সপ্তম এপিবিএনের অতিরিক্ত উপকমিশনার আবদুল্লাহ আরিফকে অষ্টম এপিবিএনের অধিনায়ক, ঢাকা মহানগরের নিজামুল হক মোল্লাকে বাগেরহাটের পুলিশ সুপার, রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার এমরান হোসেনকে সিরাজগঞ্জের পুলিশ সুপার, সিআইডির মো. হারুন অর রশিদকে তৃতীয় এপিবিএনের পুলিশ সুপার, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত উপকমিশনার সাইফুল্লাহ আল মামুনকে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষে, র্যাবের অতিরিক্ত উপকমিশনার খান মোহাম্মদ রেজাওয়ানকে ঢাকা মহানগর পুলিশে, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার শেখ রফিকুল ইসলামকে শেরপুরের পুলিশ সুপার, ঢাকা মহানগরের অতিরিক্ত উপকমিশনার বিধান ত্রিপুরাকে মানিকগঞ্জের পুলিশ সুপার, ঢাকা মহানগরের অতিরিক্ত উপকমিশনার মারুফ হোসেন সরদারকে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার এবং ঢাকা মহানগরের অতিরিক্ত উপকমিশনার বিপ্লব কুমার সরকারকে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)