আমাদের প্রস্তুতি পর্ব শেষ, পূর্ণাঙ্গ কার্যক্রম শুরুর জন্য কয়েকটা দিন অপেক্ষা

আমাদের প্রস্তুতি পর্ব শেষ, পূর্ণাঙ্গ কার্যক্রম শুরুর জন্য কয়েকটা  দিন অপেক্ষা

 

 


প্রতিমুহূর্ত.কম-এর প্রস্তুতি পর্ব প্রায় শেষ। অল্প কয়েকদিনের মধ্যে আমরা পূর্ণাঙ্গ কার্যক্রম চালু করছি। এই ব্লগে আমাদের প্রস্তুতি পর্বে সঙ্গে থাকার জন্য আপনাকে জানাই অভিবাদন। আগামী ১ মে থেকে দেশ-বিদেশের প্রতিমুহূর্তের সংবাদ জানার জন্য ভিজিট করুন -

www.protimuhurto.com



আমাদের পূর্ণাঙ্গ কার্যক্রমে চোখ রাখার জন্য আপনাকে জানাই সাদর আমন্ত্রণ।

সম্পাদক

ফুটনোট

গত দুই সপ্তাহে প্রতিমুহূর্ত.কম-এর অল্প কিছু প্রস্তুতি কার্যক্রম তুলে ধরা হয়েছে এই ব্লগে। মোট পোস্ট দেওয়া হয়েছে ২২২টি। এই ব্লগে ভিজিট করা পাঠকের সংখ্যা ছিল ৪২,৩১২। যাদের মধ্যে প্রায় অর্ধেকের কাছাকাছি ছিলেন বাংলাদেশের বাইরের ভিজিটর। বাংলাদেশের পরেই ছিল যথাক্রমে আমেরিকা, কানাডা, জার্মানি, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, ইতালি, ফ্রান্স, স্ইুডেন, নরওয়ে, কুয়েত, বাহরাইন, সিঙ্গাপুর, হল্যান্ড, ভারত, ইন্দোনেশিয়া, দক্ষিণ আফ্রিকা, নাইজেরিয়া ও আরো কয়েকটি দেশের ভিজিটর। আমরা অভিভূত সীমিত পরিসরের এই ব্লগে পাঠকের বিপুল সাড়া পাওয়া। ভিজিটরদের এই সাড়া আমাদের দায়িত্ব বাড়িয়ে দিয়েছে। আশা করি, পূর্ণাঙ্গ কার্যক্রমে প্রতিমুহূর্তের সংবাদ সারা বিশ্বে পৌছে দেওয়ার প্রতিশ্র“তি পূরণে আমরা তৎপর থাকবো। অসংখ্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ সবাইকে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)