বলিউডের ১০০ বছর

 বলিউডের ১০০ বছর 




প্রস্তুতি : বিনোদন (প্রতিমুহূর্ত.কম/ protimuhurto.com) ---

১০০ বছর পূর্ণ হল বলিউডের বয়স । বিগত ১০০ বছরে বলিউড জন্ম দিয়েছে কতো কতো সুপারস্টার, বিশ্ব কাঁপানো অসংখ্য ছবি। আজকে বলিউড রূপান্তরিত হয়েছে বিশ্বের অন্যতম বড় ফিল্ম    ইন্ডাষ্ট্রতে। পৃথিবীর সবপ্রান্তেই এখন বলিউডের ছবির সমাদার।

১০০ বছরে ধাঁপের পর ধাঁপ পেরিয়ে আজকের পর্যায়ে পৌছেছে বলিউড। আসুন চোখ রাখি বলিউডের উল্লেখযোগ্য কয়েকটি ঘটনার প্রতি।



রাজা হরিশচন্দ্র: দাদাসাহেব ফালকে পরিচালিত নির্বাক এই ছবিটি বলিউডের প্রথম চলচ্চিত্র৷ মুক্তি পেয়েছিল ১৯১৩ সালের ৩রা মে৷ রামায়ণ ও মহাভারতে বর্ণিত রাজা হরিশচন্দ্রের জীবন নিয়ে তৈরি এই ছবির নারী চরিত্রগুলোতে অভিনয় করেছেন পুরুষরা৷ কেননা তখন অভিনয় করাটা নারীদের জন্য অশোভন পেশা মনে করা হতো৷

জনক দাদাসাহেব ফালকে: ঢুন্ডিরাজ গোপাল ফালকে (১৮৭০-১৯৪৪), যিনি দাদাসাহেব ফালকে নামে বেশি পরিচিত, তাকে ভারতীয় ছবির জনক বলা হয়৷ তাই ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ চলচ্চিত্র অ্যাওয়ার্ড তার নামে দেয়া হয়৷ প্রায় একশোটির মতো ছবি পরিচালনা করেছেন দাদাসাহেব ফালকে৷ তার পরিচয় ছিল জার্মান নাগরিক কার্ল হ্যারৎস-এর সঙ্গে, যিনি আবার চলচ্চিত্র পরিচালক লুমিয়ের ভাইদের সঙ্গে পরিচিত ছিলেন৷

প্রথম সবাক ছবি ‘আলম আরা’: ১৯৩১ সালে ভারত প্রথম সবাক ছবির দেখা পায়৷ অর্দেশির ইরানি পরিচালিত আলম আরা ছবিটি বাণিজ্যিকভাবে বেশ সফল হয় কারণ তাতে সংগীত আর নৃত্যের সমারোহ ছিল৷ সেই ধারা এখনো চলছে৷ বলিউডের ছবির একটি উল্লেখযোগ্য অংশ হচ্ছে গান আর নাচ৷

প্রথম স্ক্যান্ডাল, দেবিকা রানি: ভারতীয় চলচ্চিত্রের প্রথম স্ক্যান্ডালের জন্ম দেন অভিনেত্রী দেবিকা রানি (১৯০৮-১৯৯৪)৷ ১৯৩৩ সালে তিনি ‘কর্ম’ ছবিতে চার মিনিটের একটি চুম্বন দৃশ্যে অভিনয় করেন৷ এতে রানির সঙ্গে অভিনয় করেন তার স্বামী হিমাংশু রায়, যিনি পরবর্তীতে জার্মান পরিচালক ফ্রানৎস অস্টেন-এর সঙ্গে মিলে বেশ কয়েকটি চলচ্চিত্র নির্মাণ করেন৷

প্রথম বিদেশি তারকা: ভারতীয় চলচ্চিত্রে প্রথম বিদেশি তারকা অভিনেত্রী ছিলেন মেরি ইভান্স (১৯০৮-১৯৯৬)৷ ১৯৩৫ সালের ‘হান্টারওয়ালি’ ছবিতে ‘ফিয়ারলেস নাদিয়া’র ভূমিকায় তিনি অভিনয় করেন৷

সমালোচকদের প্রিয় রাজ কাপুর: পঞ্চাশের দশকে দেশের বাইরে ভারতীয় চলচ্চিত্রকে জনপ্রিয় করেন পরিচালক, অভিনেতা রাজ কাপুর৷ বিশেষ করে তার ‘আওয়ারা’ ছবিতে সামাজিক অবিচারগুলো তুলে ধরা হয়৷ ফলে সাবেক সোভিয়েত ইউনিয়ন, চীন সহ অন্যান্য কমিউনিস্ট দেশগুলোতে তিনি জনপ্রিয় হয়ে ওঠেন৷

প্রথম অস্কার মনোনয়ন: ১৯৫৭ সালের ‘মাদার ইন্ডিয়া’ ছবিটি ভারতের প্রথম চলচ্চিত্র হিসেবে অস্কার মনোনয়ন পায়৷ মূল ভূমিকায় অভিনয় করেন নার্গিস৷

‘পশ্চিমা’ ধাঁচের প্রথম ছবি:  অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র, হেমা মালিনী ও আমজাদ খান ‘শোলে’ ছবিতে অভিনয় করে ‘সুপারস্টার’ খ্যাতি অর্জন করেন৷ বলিউডের ইতিহাসের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র এটি৷ আজও ভারতের প্রায় প্রতিটি শিশু ‘শোলে’ ছবির সংলাপ আওড়াতে পারে৷

প্রথম অস্কার: ভারতকে প্রথম অস্কার এনে দেয়া পরিচালক সত্যজিৎ রায় ( ১৯২১-১৯৯২)৷ চলচ্চিত্রে তার অসামান্য অবদানের জন্য ১৯৯২ সালে তাকে অস্কার দেয়া হয়৷ সত্যজিতের পথের পাঁচালি, অপরাজিতা ছবিগুলো কান ও ভেনিস উৎসবেও নাম কুড়িয়েছে৷

শাহরুখ খান, বলিউডের দূত: এক দশকেরও বেশি সময় ধরে বলিউডের দূত হিসেবে পরিচিত শাহরুখ খান৷ তার প্রায় সব ছবিই সুপার হিট হয়েছে৷ জার্মানিতেও তিনি বেশ পরিচিত৷ তাই স্থানীয় টেলিভিশনে শাহরুখ অভিনীত মুভি দেখানো হয়৷

সারা বিশ্বে ‘লগান’: ২০০১ সালে মুক্তি পাওয়া লগন মুভিটি শুধু যে ভারতে এবং বিদেশে বসবাসরত ভারতীয় কমিউনিটিতে দেখানো হয়েছে তাই নয়৷ অস্কার মনোনয়ন পাওয়ার পর ছবিটি সারা বিশ্বের সিনেমা হলগুলোতে মুক্তি পায়৷ ‘টাইম’ ম্যাগাজিন লগানকে বিশ্বের সবচেয়ে সেরা চলচ্চিত্রের একটি বলে আখ্যায়িত করেছে৷ এতে মূল চরিত্রে অভিনয় করেছেন আমির খান।

বিশ্বের সবচেয়ে সুন্দরী নারী: ১৯৯৪ সালে ‘মিস ওয়ার্ল্ড’ খেতাব পাওয়া ঐশ্বরিয়া রাই ২০০৩ সালে কান চলচ্চিত্র উৎসবের জুরি মনোনীত হন৷ ‘টাইম’, ‘ফোর্বস’ এর মতো ম্যাগাজিনগুলো তাকে নিয়মিতভাবে বিশ্বের সবচেয়ে সুন্দরী নারী আখ্যায়িত করে থাকে৷ ‘দেবদাস’ আর ‘মোহাব্বতে’ নামের ছবিগুলো তাকে সুপারস্টার খ্যাতি এনে দেয়৷ হলিউডের অনেক ছবিতেও তিনি অভিনয় করেন৷

‘জয় হো’ এ আর রহমান: ‘স্লামডগ মিলিওনেয়ার’ ছবির সংগীত পরিচালক এ আর রহমান ২০০৯ সালে দুটি অস্কার জয় করেন৷ এই মুভির গান ‘জয় হো’ বিশ্বব্যাপী সংগীত চার্টগুলোতে শীর্ষ স্থান দখল করে৷

সূত্র: ওয়েব।

>> facebook-এ আমাদের সঙ্গে থাকতে চাইলে like দিন 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)