মহাখালীতে রেল দূর্ঘটনা, নিহত ১

মহাখালীতে রেল দূর্ঘটনা, নিহত ১

প্রস্তুতি : জাতীয় (প্রতিমুহূর্ত.কম/protimuhurto.com)

রাজধানীর মহাখালীর চেয়ারম্যানবাড়িতে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে একজন নিহত ও চারজন আহত হয়েছে।

১৮ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে মালবাহী ট্রেনের একটি কনটেইনার পার্শ্ববর্তী বস্তির কয়েকটি ঘরের ওপর আছড়ে পড়ে। এতে ঘরের মধ্যে থাকা মজিবুর রহমান (৩৭) নিহত হন। তার শিশুসন্তান জাহিদুল (৩)সহ চারজন গুরুতর আহত হয়েছে।

মালবাহী ট্রেনটি ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিল। দূর্ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম রেলপথের একটি লাইন বন্ধ আছে। অন্য লাইনের মাধমে ট্রেন চলাচল অব্যাহত রাখা হয়েছে।

মালবাহী ট্রেন কমলাপুরের ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি) কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ করে। যান্ত্রিক ত্রুটি অথবা অতিরিক্ত ভারবহন করতে না পেরে ট্রেনটি লাইনচ্যুত হতে পারে বলে তাদের ধারণা। লাইনচ্যুত কনটেইনারটি উদ্ধারের কাজ চলছে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)