হরতালের সমর্থনে ছাত্রদলের মিছিলে পুলিশের হামলা

হরতালের সমর্থনে ছাত্রদলের মিছিলে পুলিশের হামলা


প্রস্তুতি : রাজনীতি (প্রতিমুহূর্ত.কম/ protimuhurto.com) ---

৩৬ ঘন্টা হরতালের সমর্থনে বিএনপির নয়পল্টনের অফিস থেকে আজ ২২ এপ্রিল সোমবার দুপুরে জাতীয়তাবাদী ছাত্রদল মিছিল বের করার চেষ্টা করে। কিন্তু নয়াপল্টনের অফিস থেকে কিছু দূর অগ্রসর হলেই পুলিশ মিছিলে হামলা চালায়। এ সময় কয়েকজন আহত হয়।

সোমবার সকাল থেকেই বিএনপির নয়াপল্টন অফিসে জড়ো হতে থাকে ছাত্রদলের নেতা-কর্মীরা। দুপুর ১টার দিকে ছাত্রদলের সভাপতি আব্দুল কাদের ভুঁইয়া জুয়েল এবং সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিবের নেতৃত্বে একটি মিছিল বের হয়। নয়পল্টন অফিস থেকে সামাণ্য কিছু দূর অগ্রসর হওয়ার পর পরই মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ছুঁড়ে ও ফাঁকা গুলি ছুঁড়ে।

এসময় ছাত্রদলের যুগ্ম সম্পাদক নাজমুল হাসান অভি মাথায় এবং মনিরুজ্জামান রেজিন ডান হাতে গুলিবিদ্ধ হন। এছাড়াও পুলিশ বেধড়ক লাঠিপেটাতে বেশ কজন আহত হন।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কার্যালয়ের ভেতরে উপদেষ্টামন্ডলীর সদস্য শামসুজ্জামান দুদু, সহ-দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনিসহ বেশ কয়েকজন কর্মচারী রয়েছেন। সর্বশেষ খবরে জানা যায় নয়াপল্টনে পুলিশ কাউকে জড়ো হতে দিচ্ছে না।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)