ধসে পড়া ভবন থেকে জীবিত ৫২ জন উদ্ধার

ধসে পড়া ভবন থেকে জীবিত ৫২ জন উদ্ধার



প্রস্তুতি :  জাতীয় (প্রতিমুহূর্ত.কম/ protimuhurto.com) ---
সাভারে রানা প্লাজার ধসে পড়া ভবনের চার ও পাঁচ তলা থেকে ৫২ জন শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে। ভবনের ধ্বংস স্তুপের ভেতর আরো অনেক জীবিত মানুষ রয়েছে বলে জানিয়েছেন উদ্ধারকারী দলের সদস্যরা।

বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়ে ৫২জনকে উদ্ধার করেছে সেনাবাহিনী, দমকল বাহিনী, পুলিশসহ স্বেচ্ছাসেবীদের সমন্বিত উদ্ধারকারী দল। এখনও যারা বেঁচে আছেন তাদের অক্সিজেনের প্রয়োজন।

এদিকে বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত ১২৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ভবনটিতে প্রায় কয়েক হাজার পোশাক শ্রমিক কাজ করছিলেন বলে জানা গেছে। ঘটনার ২৪ ঘণ্টা পরও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন বহু মানুষ। আহত হয়েছে এক হাজারেরও বেশি।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)