গ্যাস রফতানির ওয়াদা করে বিএনপি ২০০১ সালে ক্ষমতায় গিয়েছিল : শেখ হাসিনা



গ্যাস রফতানির ওয়াদা করে বিএনপি ২০০১ সালে ক্ষমতায় গিয়েছিল : শেখ হাসিনা


প্রস্তুতি : জাতীয় (প্রতিমুহূর্ত.কম/protimuhurto.com)

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একটি দেশের কাছে গ্যাস বিক্রি করতে অস্বীকৃতি জানানোর কারণে ২০০১ সালে আওয়ামী লীগ ক্ষমতায় যেতে পারেনি কিন্তু বিগত বিএনপি সরকার গ্যাস রফতানির ওয়াদা করে তখন ক্ষমতায় যায়

তিনি বলেন, ‘ক্ষমতায় যাওয়ার জন্য আমি দেশের স্বার্থ বিকিয়ে দেইনি কারণ বঙ্গবন্ধুর কন্যা হিসেবে আমার কাছে প্রথমে অগ্রাধিকার পেয়েছে দেশের মানুষের স্বার্থ রক্ষা করা

প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ২০০১ সালের সাধারণ নির্বাচনের আগে কালীন প্রধান উপদেষ্টা বিচারপতি লতিফুর রহমানের বাসভবনে এক বৈঠক অনুষ্ঠিত হয়-সেখানে তিনি নিজে, বেগম খালেদা জিয়া সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার উপস্থিত ছিলেন ওই বৈঠকে একটি দেশের কাছে গ্যাস রফতানির বিষয়ে আলোচনা হয় আমি দেশের চাহিদা মিটানোর পর বিদেশে গ্যাস রফতানি হবে বলে তার বিরোধীতা করেছিলাম অপর দিকে খালেদা জিয়া গ্যাস রফতানি করতে সম্মত হয়েছিলেন

প্রধানমন্ত্রী আজ ২০এপ্রিল শনিবার সকালে শ্রীকাইল গ্যাস ক্ষেত্র সরবরাহ পাইপ লাইন উদ্বোধন শেষে এক সমাবেশে একথা বলেন

শেখ হাসিনা বলেন, একটি দেশের কাছে গ্যাস রফতানিতে অস্বীকৃতি জানানোর কারণে ২০০১ সালের নির্বাচনে আওয়ামী লীগ হেরে যায় অপরদিকে বিএনপি ওই দেশটির কাছে গ্যাস রফতানিতে সম্মত হওয়ায় তখন ক্ষমতায় যায়

বিগত বিএনপি সরকারের আমলের ব্যাপক সন্ত্রাস দুর্নীতির উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি যখনই ক্ষমতায় যায় তখনই দেশবাসী সম্পদের লুটপাট রাষ্ট্রীয়ভাবে জঙ্গিদের আশ্রয় প্রশ্রয় প্রত্যক্ষ করে তিনি বলেন, অপরদিকে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখন দেশবাসী ব্যাপক আর্থ-সামাজিক উন্নয়ন দেখতে পায়

শনিবার কুমিল্লা সফরের নানা কর্মসূচির মধ্যে বিকেল সাড়ে চারটায় কুমিল্লার টাউন হলে আয়োজিত অপর এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,‘আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর প্রত্যেকটি জেলা-উপজেলায় উন্নয়ন করেছে আমরা গ্যাসের পাদন করেছি, ব্রিজ কালভার্ট তৈরি করেছি

তিনি আরো বলেন, ‘দুর্নীতি, স্বজনপ্রীতি মানিলন্ডারিং ছিল বিএনপি-জামায়াত জোটের কাজ যে দেশ গ্যাসে ভাসে, সে দেশের মানুষ গ্যাস পায়নি কিন্তু আমরা ক্ষমতায় আসার পর গ্যাসের পাদন বৃদ্ধি করেছি বাংলাদেশ এখন সর্বকালের মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে

প্রধানমন্ত্রী আরো বলেন, ‘বিএনপি ক্ষমতায় থাকাকালীন সময়ে বিরোধী দলের নেত্রীর ছেলেরা দুর্নীতি করে বিদেশে টাকা পাচার করেছে আর আমরা সে টাকা দেশে ফিরিয়ে এনেছি আমরা বাংলাদেশে নতুন করে রেল মন্ত্রণালয় গঠন করেছি আর সে মন্ত্রণালয়ে মন্ত্রী করেছি আপনাদের কুমিল্লার মুজিবুল হক মুজিব এমপিকে আমরা দেশের উন্নয়ন চাই

এর আগে কুমিল্লায় নজরুল ইনস্টিটিউট ভবনের উদ্বোধন শেষে জেলা শিল্পকলা একাডেমীতে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা বলেন, `স্বাধীনতার পর কবিকে দেশে ফিরিয়ে এনে জাতীয় কবির মর্যাদা দেন বঙ্গবন্ধু। কবি আরো কিছুদিন বেঁচে থাকলে বাংলা সাহিত্য আরো সমৃদ্ধ ও ঐশ্বর্য্যমণ্ডিত’ হতে পারতো।'  অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রেলপথমন্ত্রী মুজিবুল হক মুজিব এবং কুমিল্লা-৬ আসনের এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার।


শনিবার সকাল টা হেলিকপ্টারযোগে মুকলিশপুরে তৈরি করা হেলিপ্যাডে অবতরণ করেন এর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুমিল্লায় সকাল থেকে নানা কর্মসূচিতে অংশ নেন

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)