আবদুল হামিদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি হচ্ছেন

আবদুল হামিদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি হচ্ছেন



 প্রস্তুতি : জাতীয় (প্রতিমুহূর্ত.কম/ protimuhurto.com) ----

নির্বাচন কমিশনের দেওয়া  তফসিল অনুযায়ী ২৯ এপ্রিল রাষ্ট্রপতি নির্বাচন।  রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল ২১ এপ্রিল রোববার । দিন শেষে আর কেউ মনোনয়নপত্র জমা না দেওয়ায় নির্বাচন কমিশন আবদুল হামিদকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি পদে নির্বাচিত ঘোষণা করতে যাচ্ছে।

 নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা পড়েছে একটিই। বর্তমান অস্থায়ী রাষ্ট্রপতি এডভোকেট আবদুল হামিদের মনোনয়ন পত্র ছাড়া অন্য কেউ মনোনয়নপত্র জমা দেয়নি। সুতরাং আবদুল হামিদকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি ঘোষণা দেওয়া এখন সময়ের ব্যাপার মাত্র।

এর আগে আওয়ামী লীগের সংসদীয় দল দেশের ২০তম রাষ্ট্রপতি হিসেবে আবদুল হামিদকে মনোনয়ন দেয়। সংবিধান অনুসারে রাষ্ট্রপতি হিসেবে তাঁর মেয়াদকাল হবে শপথ গ্রহণের দিন থেকে পরবর্তী পাঁচ বছর। গতকাল রোববার সংসদ ভবনে আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত হয়। জাতীয় সংসদে আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় এই মনোনয়নের মাধ্যমেই আবদুল হামিদের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার বিষয়টি আগেই নিশ্চিত হয়ে গেছে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)