শেষ পর্যায়ে যুদ্ধাপরাধের চার মামলা

শেষ পর্যায়ে যুদ্ধাপরাধের চার মামলা



প্রস্তুতি : আদালত (প্রতিমুহূর্ত.কম/ protimuhurto.com)

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের বিচারাধীন আরও চারটি মামলার বিচার কাজ এখন প্রায় শেষ পর্যায়ে। চারটি মামলার মধ্যে রয়েছে-  জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরী ও বিএনপির সাবেক নেতা আব্দুল আলীম।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সূত্রে জানা যায়, ২০১০ সালের মার্চ মাসে ট্রাইব্যুনাল গঠনের পর বিচারকার্য শেষে প্রথম রায় ঘোষণা করা হয় জামায়াতের সাবেক রুকন (পলাতক) আবুল কালাম আযাদ ওরফে বাচ্চু রাজাকারের। এরপর দলটির সহকারি সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লা ও নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর। বর্তমানে বিচারকার্য শেষে রায় ঘোষণার অপেক্ষায় (সিএভি) রাখা হয়েছে জামায়াতের সাবেক আমির গোলাম আযম ও সহকারি সেক্রেটারি জেনারেল মো. কামারুজ্জামানের।

একাত্তরে দখলদার পাকিস্তান বাহিনীর পক্ষাবলম্বন করে হত্যা, গণহত্যা, ধর্ষণ, অপহরণ, লুট, অগ্নিসংযোগ ও ধর্মান্তর করণসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের বিচার চলছে। ইতিমধ্যে প্রথম ধাপের ৯টি মামলার মধ্যে ৫টির বিচারকাজ শেষ হওয়ায় দুটি ট্রাইব্যুনালে চলমান অন্য মামলাগুলোয় কাজের গতি বাড়ানোর সুযোগ সৃষ্টি হয় প্রসিকিউশনের সামনে। সেই সুযোগকে হাতছাড়া করতে চাননা প্রসিকিউশন। তাই আগের তুলনায় মামলাগুলো দ্রুত শেষ করতে তারা আত্মবিশ্বাষী হয়ে উঠেছেন। বাকী ৪টি মামলাও তারা আগামী দুই মাসের মধ্যে শেষ করতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে প্রসিকিউশন সূত্রে জানা গেছে।


প্রসিকিউটর রানাদাশগুপ্ত এ বিষয়ে জানান, এ পর্যন্ত ৫টি মামলার বিচারকাজ শেষ হয়েছে। এর মধ্যে ৩টি মামলার রায় ঘোষণা করা হয়েছে। বাকি দুইটি মামলার বিচারকাজ শেষে রায়ের অপেক্ষায় রয়েছে। উল্লেখিত ৫টি মামলার বিচারকাজ শেষ হওয়ায় অন্য মামলাগুলোর ওপর চাপ কমে গেছে। এখন বিচারাধীন বাকী মামলাগুলোর গতিও বাড়বে। আশা করি সব ঠিকঠাক চললে আগামী দুই মাসের মধ্যে প্রথম ধাপের ৯টি মামলার রায় ঘোষণা শেষ করা সম্ভব হবে।

বর্তমানে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে প্রসিকিউশনের চতুর্থ সাক্ষী হাবিবুর রহমানের সাক্ষ্যগ্রহণ শেষে আসামিপক্ষের জেরা অব্যাহত রয়েছে। আগামী ২৫ এপ্রিল পর্যন্ত জেরা মুলতবি করা হয়। এ মামলায় এর আগে আরও ৩ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। তাদের প্রত্যেককে জেরা শেষ করেছে আসামিপক্ষ।

জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক খানকে জেরা করছেন আসামিপক্ষ। এ মামলার কার্যক্রম আগামী সোমবার পর্যন্ত মুলতবি করেছেন ট্রাইব্যুনাল-২। মুজাহিদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের ১৭তম ও শেষ সাক্ষী তদন্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাককে জেরা শেষ হলেই আসামির পক্ষে সাফাই সাক্ষ্যগ্রহণ শুরু হবে।


বিএনপি আমলের সাবেক মন্ত্রী আব্দুল আলীমের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের ১৬তম সাক্ষীর সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৩ এপ্রিল দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল-২। আসামিদের মধ্যে শারীরিক কারণে একমাত্র শর্তসাপেক্ষে জামিনে রয়েছেন বিএনপির সাবেক এই নেতা। জানা যায় এ মামলায় রাষ্ট্রপক্ষে ২০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের কথা রয়েছে। রাষ্ট্রপক্ষের সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষ হলেই শুরু হবে আসামিপক্ষে সাফাই সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)