সাভারে ২২৫টি মৃতদেহ উদ্ধার

সাভারে ২২৫টি মৃতদেহ উদ্ধার

প্রস্তুতি :  জাতীয় (প্রতিমুহূর্ত.কম/ protimuhurto.com) ---
 
সাভার রানা প্লাজার ধ্বংশ স্তুপ থেকে ২৫ এপ্রিল বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত ২২৫টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এসব মৃতদেহ সাভার অধরচন্দ্র উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ ও এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছে। লাশের সংখ্যা যেন বেড়েই চলেছে।


সাভার জুড়েই চলছে আহাজারি আর মতম। বুধবার সকাল থেকে শুরু হয়েছে যে কান্না তা যেন থামছেই না। অনেকের চোখের পানিও শুকিয়ে গেছে। স্বজন হারাদের আহাজারি ও শোকে স্তব্দ সাভার, হতবিহব্বল গোটা জাতি। এতো লাশের ভার বহন করা কি সম্ভব। এতো লাশ আমরা রাখবো কোথায়।


সকালেও সাভারের রানা প্লাজার কংক্রিটের স্তুপের ভেতরে এখনো মৃত শ্রমিকের দেহাংশ দেখা যাচ্ছে। উদ্ধারকর্মীরা ক্লান্তিহীন গতিতে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। ১৬০ জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ভবনটিতে এখনো অনেকে আটকা পড়ে আছেন। উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।

বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ৮ তলা ভবনটি ধসে পড়ে। এতে দেড় সহস্রাধিক লোক আহত হন।

ভবনটির তৃতীয় থেকে অষ্টম তলা পর্যন্ত গার্মেন্টস এবং নিচের দুটি তলায় মার্কেট ও ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যালয় ছিল। মঙ্গলবার ভবনের তৃতীয় তলায় ফাটল দেখা দেয়ায় ব্যাংকটি তাদের কার্যক্রম গুটিয়ে নেয়।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)