রেলরক্ষায় মন্ত্রীর নাগরিক কমিটি গঠনের উদ্যোগ

রেলরক্ষায় মন্ত্রীর নাগরিক কমিটি গঠনের উদ্যোগ



প্রস্তুতি : সারাদেশ (প্রতিমুহূর্ত.কম/protimuhurto.com)

রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিব সারাদেশের বিভিন্ন স্থানে রেললাইনে সংগঠিত নাশকতায় উদ্বেগ প্রকাশ করেছেন। রেলপথ সুরক্ষায় তিনি নাগরিক কমিটি গঠনের উদ্যোগ নিবেন বলে জানান।

তিনি বলেন, জাতীয় সম্পদ রেলকে রক্ষার জন্য প্রতিটি স্টেশনে জাতীয় কমিটি গঠন করা হবে। যে কমিটিতে সংশ্লিষ্ট এলাকার লোকজনসহ নিরাপত্তা ও প্রশাসনের লোক অন্তর্ভূক্ত থাকবে।

১৬ এপ্রিল মঙ্গলবার দুপুরে রেলভবনে হরতালে আহত রেলকর্মীদের অনুদান প্রদান অনুষ্ঠানে মুজিবুল হক মুজিব এ কথা বলেন।  হরতাল ও নাশকতার মধ্যেও রেল চালনায় সাহসী ভূমিকা পালন করে যারা আহত হয়েছেন, এরকম ৪০ জনকে আর্থিক সহায়তা দিয়েছেন রেলপথ মন্ত্রী।

অনুষ্ঠানে তিনি আরো বলেন, জামাত-শিবির চক্র একাত্তরে স্বাধীনতার বিরোধীতা করেছে। এখনও এদেশের স্বাধীনতা তারা স্বীকার করে না। তারা যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করার জন্য ধ্বংসাত্মক কার্যক্রম চালিয়ে দেশের কোটি কোটি টাকার সম্পদ নষ্ট করছে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)