চীনে ভয়াবহ ভূমিকম্পে নিহত অর্ধশতাধিক

 চীনে ভয়াবহ ভূমিকম্পে নিহত অর্ধশতাধিক


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj0gtH8iFTnUM-CoKAxDaiIYlokrUvCB9a7FGk5GakVAIMNy9QOhjdqHGJft_xi52OyPhGI-jvc7hxrzFaRYpOmZyssCiVwESXQsj4yR96DJxdFdzi1qecbqJo9EhUzNAdmlHfLYn861Q8V/s400/1347082768_.jpg

প্রস্তুতি : আন্তর্জাতিক (প্রতিমুহূর্ত.কম/ protimuhurto.com) ---

চীনের দক্ষিণ-পশ্চিমের প্রদেশ সিচুয়ানে ২০ এপ্রিল শনিবার সকালে ভয়াবহ ভূমিকম্পের ঘটনা ঘটেছে।   এতে নিহতের সংখ্যা  অর্ধশতাধিক ও  আহত হয়েছে প্রায় ৫০০ জন।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৬। প্রদেশের লিনকিঅং শহর থেকে ৫০ কিলোমিটার দূরে এর উৎপত্তিস্থল। ভূমিকম্পটির গভীরতা ছিল ১২ কিলোমিটার।

ইউএসজিএস-এর তথ্য অনুসারে, শনিবার স্থানীয় সময় সকাল ৮টা ২ মিনিটে ভূমিকম্পটি সিচুয়ান প্রদেশে প্রবল আঘাত হানে। প্রাথমিকভাবে রিখটার স্কেলে মাত্রা ভূমিকম্পটি ৭ মাত্রার বলে জানানো হয়।  সিচুয়ানের রাজধানী সেংদু থেকে ১১৫ কিলোমিটার দূরে প্রথমবারের মতো ভূমিকম্পটি অনুভূত হয়।

এর আগে সিচুয়ানে ২০০৮ সালের মে মাসে একটি ৮ মাত্রার ভূমিকম্পে প্রায় ৯০ হাজার মানুষ মারা যায়।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)