ব্রহ্মতালু (ব্যঙ্গ ছড়া)


 ব্রহ্মতালু

--  ঝর্ণা রহমান

 


 প্রস্তুতি : সাহিত্য (প্রতিমুহূর্ত.কম/ protimuhurto.com) ---

`ভালো' `আলু'র খালু তিনি মহামতির দুলাভাই
উচ্চডালে পুচ্ছ নাচান হাসনাত আবদুলা হাই!

আমলাগিরির গামলাতে ঠিক ডুবিয়ে নিয়ে হাতখানি
তেলে ঝোলে মাছ খেয়েছেন ভাত খেয়েছেন দাদখানি
আরাম করে সোফায় বসে তোফা লেখেন ভ্রমণ বই
‘ভালো’র ছড়া পড়েন তিনি চড়েন তিনি ‘আলো’-র মই।

শ্লোগান-পাখি বর্ষা-লাকি জাগায় প্রজন্ম চত্বর
কণ্ঠ ছিঁড়ে আনছে ফিরে মূল চেতনা একাত্তর
আলুর খালুর ব্রহ্মতালু উঠলো জ্বলে বহ্নিতে-
‌বাচ্চাগুলো সাচ্চা কথা বলছে এখন কোন হিতে!

জাগরণের মঞ্চ ফঞ্চ যত্তসকল মত্ততা
মেয়ে ছেলে মেশে মেলে এটাই কেবল সত্যতা
হেফাজতি ছানা খেয়ে খানা খেয়ে জামাতে
সহোদর ভাই আবদুল হাই চায় যে ওদের থামাতে
ছানি চোখের কানি দিয়ে দেখেন মেয়ের ‘উচ্চ’‘নিচ’
বৃদ্ধ হলেও সিদ্ধ তিনি মাপতে নারীর স্ট্যাটিস্টিকস
আদ্য রসের খাদ্য খুঁজে গল্প লেখেন আলুতে
একি ওমা! ফাটলো বোমা খালুসাবের তালুতে!

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)