আহমদ শফীকে সরকারের উপহার : রেলওয়ের ৩২ কোটি টাকার জমি!


:: চট্টগ্রাম প্রতিনিধি ::
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা আহমদ শফীকে হাতে রাখতে সরকার ৩২ কোটি টাকার রেলওয়ের জমি তাকে উপহার দিচ্ছে। হাটহাজারী মাদরাসার অদূরে রেলওয়ের ১৬০ কাঠা জমিতে এরই মধ্যে মাদরাসার সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়েছে। এই জমি আহমদ শফীকে বরাদ্দ দেওয়ার জন্য সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বলে পূর্বাঞ্চল রেলের একটি সূত্র জানিয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকার কিছু সুনির্দিষ্ট শর্ত সাপেক্ষে রেলওয়ের এই জমি হেফাজতের আমিরকে বরাদ্দ দেয়ার জন্য কথাবার্তা চুড়ান্ত করেছে। এ বিষয়ে সরকারের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন হেফাজতের আমীর পুত্র মাওলানা আনাস।
এদিকে লিজ পাওয়ার আগেই খুঁটি দিয়ে রেলওয়ের মালিকানাধীন ১৬০ কাঠা জমিতে সাইনবোর্ড টানিয়ে ...........

বাকি অংশ পড়তে ক্লিক করুন এখানে > প্রতিমুহূর্ত ডটকম (www.protimuhurto.com)

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)