তিস্তায় পানির বদলে জমেছে তপ্ত বালুর স্তুপ


:: সঞ্জয় গোস্বামী ::
এক সময়ের উচ্ছলা যৌবনা তিস্তা এখন কেবলই অতীত। নদীর উত্তাল স্রোতধারা হারিয়ে গেছে, সেখানে পানির বদলে জমেছে তপ্ত বালুর স্তুপ। তিস্তা এখন বলা যেতে পারে ধূধূ বালুচরে ঢাকা এক মরা গাঙ। প্রতিবেশী দেশের বিমাতাসুলভ একচেটিয়া পানি প্রত্যাহারে কারণে তিস্তা অববাহিকায় চাষাবাদসহ জীব বৈচিত্র্য ধংসের মুখোমুখি এসে দাঁড়িয়েছে। বন্ধ হয়েগেছে সেচ প্রকল্পটিও।
বাংলাদেশ ভারত যৌথ নদী কমিশনের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ এখন তিস্তার মোট পানি প্রবাহের সাড়ে ৬ শতাংশ ভারত থেকে পাচ্ছে। যা স্মরণকালের ইতিহাসের মধ্যে সবচেয়ে কম।
বাংলাদেশ অংশে যখন তিস্তার এমন পরিস্থিতিতেও ভ্রুক্ষেপ নেই প্রতিবেশী দেশটির। তিস্তার পানির ন্যায্য হিস্যা দিতে ভারত বরাবরই উদাসী। ২০১১ সালের ৬ সেপ্টেম্বরে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরে তিস্তার পানি বণ্টন চুক্তি সই হওয়ার কথা থাকলেও তা হয়নি। এর আগে ২০১০ সালের ৪ জানুয়ারি নয়া দিল্লীতে নদী কমিশনের সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। একই বছর ১০ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর করেন। পরে ওই বছর ১৮ ও ১৯ মার্চ আবারও নদী কমিশনের মন্ত্রী পর্যায়ের বৈঠক হয়। এরপর বেশ কয়েক দফায় বৈঠকের পর ২০১১ সালের ৬ সেপ্টেম্বর মনমোহন সিংহের বাংলাদেশ সফরের সময় তিস্তা চুক্তির বিষয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতাকে অজুহাত ..............

# বাকি অংশ পড়তে ক্লিক করুন এখানে > প্রতিমুহূর্ত ডটকম (www.protimuhurto.com)

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)