হেইল হিটলার! হেইল হিটলার!


:: বিপুল হাসান ::

সব ইতিহাস-ই অর্ধসত্য। ইতিহাস রচনা করে বিজয়ীরা। ইতিহাস জুড়ে থাকে বিজয়ীদের মহত্ব-বীরত্ব। সব ইতিহাসে পরাজিতদের ঠাই পদতলে। পরাজিতরা কুচক্রী-ভীরু-অসৎ। বিশ্ব-ইতিহাসের এমনই এক খলনায়ক এডলফ হিটলার।

মানব সভ্যতার ইতিহাসে অন্যতম কুখ্যাত-জঘন্য ও ফ্যাসিস্ট  একনায়ক হিটলারের আজ জন্মদিন। ১৮৮৯ সালের ২০ এপ্রিল তিনি পৃথিবীর মুখ দেখেন। তবে তিনি পৃথিবীতে না এলেই বোধহয় ভালো করতেন। এতে লক্ষ লক্ষ মানুষ হয়তো প্রাণে বেঁচে যেত। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ১৪ মিলিয়ন মানুষের মৃত্যুর জন্য হিটলারকে দায়ি করা হয়।

হিটলারের জন্ম অস্ট্রিয়ায়। তিনি ১৯৩৩ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত জার্মানির চ্যান্সেলর এবং ১৯৩৪ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত সে দেশের ফিউরার ছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সবচেয়ে বড় এই খলনায়ককে বিগত শতকের সবচেয়ে আলোচিত ও ঘৃণিত চরিত্র হিসেবে ধরা হয়। তার মধ্যকার দেশপ্রেম, নেতৃত্ব দেয়ার গুণাবলী আর অসাধারণ বক্তব্য রাখার ক্ষমতা খোদ জার্মানিতেই মর্যাদা পায়নি।

প্রথম বিশ্বযুদ্ধে হিটলার একজন সাধারণ সৈনিক হিসেবে অংশ নিয়েছিলেন। অতিসাধারণ এক সৈণিকের ক্ষমতার শীর্ষে .......... 
# বাকি অংশ পড়তে ক্লিক করুন এখানে > প্রতিমুহূর্ত ডটকম (www.protimuhurto.com)


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)