রানা প্লাজা ট্রাজেডি : বছর পেরিয়ে গেলেও শেষ হলো না তদন্ত



:: প্রতিমুহূর্ত প্রতিবেদন ::
শুধু বাংলাদেশ নয়, বিশ্ব ইতিহাসের এক নির্মম ট্রাজেডি দিন ২০১৩ সালের ২৪ এপ্রিল। যে ট্র্যাজেডির কথা স্মরণ করে আজো আঁতকে ওঠে মানুষ। রানা প্লাজা ধসের ঘটনায় নিহতের এক হাজার ১৩৬ জন। আহতের সংখ্যা দেড় সহস্রাধিক। কী হলো এই ভয়াবহ ঘটনার বিচার? বছর পেরিযে গেল, এখনো জমা পড়েনি তদন্ত প্রতিবেদন।
রানা প্লাজার ঘটনায় দায়েরকৃত তিনটি মামলা এক বছর ধরে তদন্তাধীনই আছে। এরমধ্যে দু’টি মামলা করেছে পুলিশ ও রাজউকের একজন কর্মকর্তা। আর একটি মামলার বাদি হয়েছেন নিহত এক শ্রমিকের স্ত্রী।
এ ছাড়াও রানার আস্তানা থেকে আগ্নেয়াস্ত্র ও মাদক উদ্ধারের ঘটনায় আরো দু’টি মামলা হয়। ও দু’টিরও তদন্ত চলছে।
এ যাবৎ মোট ৮ দফা আদালত মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য সময় বাড়িয়েছেন, তারপরও তদন্ত প্রতিবেদন ...............

# আরো পড়তে ক্লিক করুন এখানে > প্রতিমুহূর্ত ডটকম (www.protimuhurto.com)

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)