রাষ্ট্রপতির ভাষণের প্রতি ধন্যবাদ প্রস্তাব নাকি খালেদার প্রতি নিন্দা প্রস্তাব!



:: বিপুল হাসান ::
কী হচ্ছে এসব জাতীয় সংসদে? ১৫৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বলেই কী দশম জাতীয় সংসদ সকল সংসদীয় রীতি-নীতির উর্দ্ধে! সংসদ সদস্যদের আলোচনায় সিংহভাগ জুড়েই থাকছে দেশের 'প্রধান সমস্যা' হিসেবে বিএনপি চেয়াপারসন খালেদা জিয়াকে কুরুচিপূর্ণ ভাষায় ব্যক্তিগতভাবে আক্রমণ আর তুচ্ছ-তাচ্ছিল্য।
রাষ্ট্রপতির ভাষণের প্রতি ধন্যবাদ প্রস্তাব আলোচনায় অংশ নিতে গিয়ে সংসদ সদস্যদের বক্তব্যের ৭০ ভাগ জুড়েই থাকছে অপ্রাসঙ্গিকভাবে খালেদা জিয়ার নিন্দা আর সমালোচনা। অবশ্য একে সমালোচনা না বলে গালিগালাজই বলা ভালো। রাষ্ট্রপতির ভাষণের প্রতি ধন্যবাদ প্রস্তাব নয়, এ যেন চলছে খালেদার প্রতি নিন্দা প্রস্তাব।
যে সংসদের সংসদ নেতা নারী, বিরোধী দলীয় নেতা নারী এবং স্পিকার নারী; সেই সংসদে কীভাবে চলে নারীত্বের অবমাননা!
গত ৩০ মার্চ জাসদের সংসদ সদস্য মঈনুদ্দিন খান বাদল জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য রাখতে গিয়ে কুরুচিপূর্ণ ও অশ্লীল ভাষায় বলেছেন, 'বেগম খালেদা জিয়া রেকর্ড ভেঙে গিনেস বুকে নাম ওঠাতে পারেন। আর সেটা হলো নারীরা যে নিষিদ্ধ কাজ করেন, সেই রেকর্ড ভেঙে।'
এ কী নারীত্বের অবমাননা নয়? মঈনুদ্দিন খান বাদলের কথা না হয় বাদই দেয়া গেল, ফাঁকা কলসিতে অল্প পানি থাকলেই বেশি শব্দ ......

# বিস্তারিত পড়তে ক্লিক করুন এখানে > প্রতিমুহূর্ত ডটকম (www.protimuhurto.com)

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)