মমতাদি’র সুমতির অপেক্ষায় বাংলাদেশ

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে হ্যাট্রিক জয় পেয়েছে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস। ২৯২ আসনের মধ্যে ২১৩টিতে জয় পেয়েছে মমতা ব্যানার্জির দল। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি’র দল বিজেপির হার পেয়েছে ৭৭টি আসন। যদিও মমতা ব্যানার্জি তার নিজ আসন নন্দীগ্রামে নাটকীয় হেরে গেছেন। তবে মমতার মুখ্যমন্ত্রী হওয়ার ক্ষেত্রে কোনও বাঁধা নেই। ভারতের সংবিধান অনুযায়ী, রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠ দলের মনোনীত নেতাই হবেন মুখ্যমন্ত্রী। তৃণমূল প্রধান মমতা ব্যানার্জি বরাবরই দাবি করেন, বাংলাদেশের সঙ্গে তার সম্পর্ক সবচেয়ে ভালো। কিন্তু ভারতের কেন্দ্রীয় বিজেপি সরকার নীতিগতভাবে তিস্তার পানি বন্টন চুক্তি সম্পাদনে সম্মত থাকলেও মমতা ব্যানার্জীর কড়া বিরোধিতায় তা বাস্তবায়ন করতে পারেনি। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে এক জনসভায় প্রকাশ্যে তিনি তিস্তার পানি বন্টন চুক্তির বিরোধিতা করেছেন। মোদির বাংলাদেশ সফর নিয়েও তীব্র কটাক্ষ করেছেন মমতা। এই সংগ্রামী নারীকে বাংলাদেশের মানুষরা বেশ পছন্দ করে। অসাম্প্রদায়িক মমতার হ্যাট্রিক জয়ে উচ্ছ্বসিত বাংলাদেশ। মমতা ব্যানার্জির জয়ে সামাজিক মাধ্যমে বাংলাদেশের মানুষ জানিয়েছেন প্রাণঢালা অভিনন্দন। সেই সঙ্গে জানিয়েছেন প্রত্যাশা। এইবার দিদি নিজগুণে যদি গজলডোবা বাঁধ সরিয়ে নেন, পানি বন্টন চুক্তিতে সম্মতি দেন; তিস্তাপাড়ের কোটি জনতার হৃদয়ের ক্যানভাসে আজীবন মোনালিসা হয়ে থাকবেন। এপারের সিংহভাগ মানুষের ভালোবাসা ধন্য তৃণমূল প্রধান। ভালোবাসা একতরফা হলে স্থায়ী হয় না। ওপারের ব্যারেজ খুলে দিয়ে ভালোবাসা জানানোর ক্ষমতা ফের দিদির মুঠোয়। মিঠা বুলিতে নয়, আত্মীয়তার পরিচয় কর্মে দিতে হয়। ম্লেচ্ছ বাঙালরা মমতাদি'র সুমতির অধীর অপেক্ষায় আছে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)