বিশ্বের সবচেয়ে ছোট হরর গল্প

বিশ্বের সবচেয়ে ছোট হরর গল্পটি মাত্র দুই লাইনের। নক’ নামের এ গল্পটি লিখেছেন মার্কিন লেখক ফ্রেডরিক ব্রাউন।

“The last man on Earth sat alone in a room. There was a knock on the door…”

বাংলা অনুবাদ :

টোকা

পৃথিবীর সর্বশেষ মানুষটি একা একটা রুমে বসে আছে। হঠাৎ কে যেন তার দরজায় টোকা দিল...।

মাত্র দুই লাইনের এ গল্পটি পড়ার পর মনে জন্ম নেয় নানা প্রশ্ন। দরজায় কে নক করলো, কেন? এজন্যই দুটি লাইন হয়ে উঠেছে একটা গল্প।

এই রহস্যের জবাব খোঁজার মাঝেই লুকিয়ে আছে আনন্দ। এধরনের গল্প অবশ্য বিশ্বসাহিত্যে খুব বেশি নেই।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)