বিশ্বের সবচেয়ে ছোট গল্প

পৃথিবীর সবচেয়ে ছোট গল্পটির লেখক মার্কিন সাহিত্যিক সাংবাদিক Ernest Hemingway (আর্নেস্ট হেমিংওয়ে) গল্পটি মাত্র ৬টি শব্দে লেখা

এই ধরনের গল্পগুলোফ্লাশ ফিকশনহিসেবে পরিচিত, এগুলো এক একটি সম্পূর্ণ গল্প যা শুরু হতে না হতেই শেষ হয়ে যায়, কিন্তু তার একটি রেশ পাঠকের ভেতর থেকে যায় কথিত আছে আর্নেস্ট হেমিংওয়ে একদিন তার অফিসের কলিগদের সাথে ১০ ডলারের বাজি ধরেন যে তিনি মাত্র ৬টি শব্দ দিয়ে একটি সম্পূর্ণ গল্প লিখতে পারবেন এবং তিনি বাজি জিতে ছিলেন

গল্পটি ছিল এমন :

For sale. Baby shoes. Never worn.

 

গল্পটির বাংলা অনুবাদ :

বিক্রির জন্য শিশুর জুতা ব্যবহৃত নয়

গল্পটির ভেতর একটা রহস্য লুকিয়ে আছে বুঝলে বুঝতে হবে নিজের মতো করেই

গল্পটির ভাবার্থ --''বাচ্চার জন্য জুতো কেনা হয়েছিল, কিন্তু সেই বাচ্চাটা পৃথিবীর আলোই দেখেনি'

শব্দে গর্ভে মারা যাওয়া শিশুর জন্য মায়ের= অনুভূতি কী ভীষণ বেদনাদায়ক, তাই না!

 

মার্কিন সাহিত্যিক আর্নেস্ট হেমিংওয়ে ১৯৫৪ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেছিলেন জীবদ্দশায় তার সাতটি উপন্যাস, ছয়টি ছোট গল্প সংকলন এবং দুইটি নন-ফিকশন গ্রন্থ প্রকাশিত হয়  মৃত্যুর পর লেখকের আরও তিনটি উপন্যাস, চারটি ছোট গল্প সংকলন এবং তিনটি নন-ফিকশন গ্রন্থ প্রকাশিত হয় তাঁর প্রকাশিত গ্রন্থের অনেকগুলোই আমেরিকান সাহিত্যের চিরায়ত (ক্লাসিক) গ্রন্থ হিসেবে বিবেচিত হয়

 


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)