কুখ্যাত রাজাকার বাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকীর দিনটি কবে হবে জাতীয় ঘৃণা দিবস!

:: বিপুল হাসান ::
'রাজাকার' শব্দটির আভিধানিক অর্থ স্বেচ্ছাসেবক। কিন্তু এদেশের মানুষ এ শব্দটিকে মল-মূত্রের চেয়েও বেশি ঘৃণা। কারণ মুক্তিযুদ্ধকালে পাকিস্তানি বাহিনীর দোসর দেশীয় কুলাঙ্গারদের গড়ে তোলা রাজাকার বাহিনী হয়ে ওঠেছিল মানুষের কাছে চরম বিভীষিকা।
১৯৭১ সালের ১৫ মে খুলনার খানজাহান আলী রোডে একটি আনসার ক্যাম্পে ৯৬ জন জামায়াতে ইসলামী কর্মীর সমন্বয়ে প্রথম রাজকার বাহিনী গঠন করা হয়েছিল। এর প্রধান সংগঠক ও প্রতিষ্ঠাতা ছিলেন জামায়াতে ইসলামীর পূর্ব পাকিস্তান শাখার তৎকালীন সহকারী আমীর মাওলানা এ কে এম ইউসুফ।
কুখ্যাত রাজাকার বাহিনীর ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ঘৃণিত রাজাকার শিরোমনি ইউসুফ এখন যুদ্ধাপরাধের মামলায় কারাবন্দি। তার বিরুদ্ধে দায়ের করা মামলা বর্তমানে বিচারাধীন। কারাগারে বসে ইউসুফ তার অমর সৃষ্টি রাজাকার বাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকীর দিনটি কীভাবে পালন করবেন তা ...............


বাকি অংশ দেখতে ক্লিক করুন এখানে > প্রতিমুহূর্ত ডটকম (protimuhurto.com)

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)