অপহৃত শিশুকে ফেরত পাওয়ার নাটকীয় ঘটনা, মামলা নেয়নি পুলিশ


:: প্রতিমুহূর্ত প্রতিবেদন ::
রাজধানীর বাটারা থানার নূরেরচালা এলাকায় চার বছরের শিশুকে অপহরণের ২৪ ঘন্টা পর উদ্ধার করা হয়েছে। অপহরণকারীরা নিজেরাই রায়হান হোসেন নামের শিশুটিকে বাসার সামনের গলিতে ছেড়ে দেয়। এ বিষয়ে শিশুটির বাবা-মা অপহরণকারীদের বিরুদ্ধে বাটারা থানায় অভিযোগ জানালে মামলা গ্রহণ করেনি পুলিশ।
অপহৃত রায়হানের মা শ্রাবন্তী হোসেন জানান, শাহজাদপুর ক্যামব্রিয়ান কলেজের পাশে বিডিএফসি ফার্স্টফুড শপে মঙ্গলবার বেলা ১১টার দিকে তিনি ছেলেকে নিয়ে খাবার কিনতে যান। এসময় রায়হান ফার্স্টফুডের প্লে-গ্রাউন্ডে খেলার বায়না ধরে। তাকে সেখানে খেলার জন্য ছেড়ে দিয়ে কাউন্টারে খাবারের অর্ডার দেন এবং বিল পরিশোধ করেন। ফিরে এসে দেখেন প্লে-গ্রাউন্ডে রায়হান নেই।
শ্রাবন্তী জানান, কিছুক্ষণ পর ০১৮৫৮০৮৮৪৮ নম্বর থেকে মোরশেদ নামের এক ব্যক্তি ফোন করে পাঁচ লাখ টাকা মুক্তি পণ দাবি করে এবং বিষয়টি পুলিশকে জানালে সঙ্গে সঙ্গে রায়হানকে মেরে ফেলা হবে বলে হুমকি ..........

বাকি অংশ দেখতে ক্লিক করুন এখানে > প্রতিমুহূর্ত ডটকম (protimuhurto.com)

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)