শুভ জন্মদিন মৃণাল সেন


:: রুদ্র মাহমুদ ::
বাংলা চলচ্চিত্রের গতিধারা পাল্টে দেওয়া এক চলচ্চিত্রকার মৃণাল সেন। জন্মেছিলেন তিনি বাংলাদেশের ফরিদপুরে ১৯২৩ সালের ‌‌‌১৪ মে। আন্তজার্তিক খ্যাতিসম্পন্ন এ চলচ্চিত্রকারের ৯১তম জন্মবার্ষিকী আজ। শুভ জন্মদিন চলচ্চিত্রকার মৃণাল সেন।
বাংলা চলচ্চিত্রের ট্রিলোজিতে সত্যজিৎ রায় ও ঋত্বিক ঘটকের পাশেই রয়েছেন মৃণাল সেন। আমাদের গর্বের বিষয় হলো এই তিন কিংবদন্তি চলচ্চিত্রকারেরই অাদিনিবাস বাংলাদেশ।
এ দেশের আলো-হাওয়া গায়ে মেখেই কেটেছে মৃণাল সেনের শৈশব-কৈশোর। ফরিদপুরের কাঁদামাটিতে হেঁটে হেঁটেই পা রাখেন তারুণ্যের চৌকাঠে। কিন্তু দেশ বিভাগের রাজনৈতিক ডামাঢোল তাকে ঠেলে দেয় কলকাতায়।
কলকাতার স্কটিশ চার্চ কলেজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যা বিষয়ে পড়াশোনা করেন মৃণাল সেন। পদার্থ বিজ্ঞানের একজন ছাত্র হয়ে শিল্পকলার সেরা মাধ্যম চলচ্চিত্রে প্রতি তিনি কী করে ঝুঁকলেন .............

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)