বব ডিলানের গান: সময় যখন ধীর হয়ে যায় (TIME PASSES SLOWLY)



সাহিত্যে নোবেল জয়ী প্রবাদপ্রতীম মার্কিন গায়ক ও গীতিকবি বব ডিলানের একটি গান ‘Time passes slowly’। কলম্বিয়া রেকর্ডস থেকে ১৯৭০ সালে ১৯ অক্টোবর বের হওয়া New Morning অ্যালবামের গান এটি। ওই সময় মার্কিন তরুণ-তরুণীর মাঝে গানটি তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। 
বাংলায় ভাবানুবাদ করেছেন বিপুল হাসান



সময় যখন ধীর হয়ে যায় 

(TIME PASSES SLOWLY)


সসময় যখন ধীর হয়ে যায় সব পাহাড়ে
ঝর্ণাধারায় ঢিল ছুঁড়েই সময় কাটাই সেতুর ধারে
নাম-না-জানা মাছের মতো ভেসে যেতে ইচ্ছে করে
সময় যখন ধীর হয়ে যায় স্বপ্নে-পাওয়া মানুষ হতে ইচ্ছে করে।

অনেক খুঁজেও তোমার দেখা পাইনি কোথাও হে রূপসী
কেমন করে তোমার কাঁধে রাখবো দু’হাত, হবো আমি দুঃসাহসী।
ঠিকই পাবো পেতেই হবে, এই কথাটা চেঁচিয়ে বলি
সময় যখন ধীর হয়ে যায়, সময়টাকে টপকে আমি এগিয়ে চলি।

এখান থেকে দূর শহরে যাওয়ার কোনো কারণ তো নেই,
গ্রাম্য মেলায় পথ হারাতে বারণ করার মানুষ তো নেই
কোথায় যাবো তোমায় পাওয়ার দিশা খুঁজে পেলাম না যে
সময় যখন ধীর হয়ে যায়, কোথায় যাবো কেনো যাবো বিনা কাজে।

এই এখানে দিনের আলোয়, যখন তখন সময় ভীষণ ধীর হয়ে যায়
চলতি পথে সামনে তাকাই তোমার রূপের ঝিলিক আমার স্বপ্ন নাঁচায়
রক্তগোলাপ হাওয়ায় হাওয়ায় তোমার দেহের সুবাস ছড়ায়
সময় যখন ধীর হয়ে যায়, কল্পলোকের ভালোবাসা ছন্দ হারায় ॥





TIME PASSES SLOWLY

Time passes slowly up here in the mountains
We sit beside bridges and walk beside fountains
Catch the wild fishes that float through the stream
Time passes slowly when you’re lost in a dream.

Once I had a sweetheart, she was fine and good-lookin’
We sat in her kitchen while her mama was cookin’
Stared out the window to the stars high above
Time passes slowly when you’re searchin’ for love.

Ain’t no reason to go in a wagon to town
Ain’t no reason to go to the fair
Ain’t no reason to go up, ain’t no reason to go down
Ain’t no reason to go anywhere.

Time passes slowly up here in the daylight
We stare straight ahead and try so hard to stay right
Like the red rose of summer that blooms in the day
Time passes slowly and fades away


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)